Advertisement
Advertisement

Breaking News

Nusrat Jahan

লাল পোশাকে বোল্ড নুসরত, উষ্ণ ছবিতে মজে নেটপাড়া

চোখে-মুখে দুষ্টু-মিষ্টি ইশারা, অ্যালবাম না দেখলেই মিস!

মাঝেমধ্যেই বোল্ড ফটোশুটে নেটাপাড়ায় উষ্ণতা ছড়ান নুসরত জাহান। এবারও শীতের রাতে লাল পোশাকে বোল্ড মেজাজে ধরা দিলেন।

নুসরতকে দেখা গেল লাল লং গাউনে। চোখে মুখে দুষ্টু-মিষ্টি ইশারা। নায়িকার ছবি দেখে কাত অনুরাগীরা।

ব্যঙ্গ, বিদ্রুপ, কটু কথা যেন কিছুতেই পিছু ছাড়ে না তাঁর। তবে নুসরত জাহান তা নিয়ে বেশি মাথা ঘামানোর পাত্রী নন। জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করতে চান তিনি।

তিনি নিজের শর্তে বাঁচতে ভালোবাসেন। আর ভালোবাসেন ঘুরতে। যা তিনি এখন বেশ উপভোগ করছেন।

যশের সঙ্গে জুটি বেঁধে প্রযোজনা সংস্থা খুলেছেন নুসরত। তারকা জুটি প্রযোজিত ছবি 'সেন্টিমেন্টাল' মুক্তি পেয়েছে গতবছর। সংস্থার আগামী ছবি 'আড়ি' মুক্তি পাবে পয়লা বৈশাখে। ছবি: ইনস্টাগ্রাম।