সদ্য 'সেন্টিমেন্টাল' ২৫ দিন পেরিয়েছে। প্রথম প্রযোজনা, কাজেই এই সিনেমাকে ঘিরে উচ্ছ্বাস, উত্তেজনার অন্ত নেই নুসরত জাহানের।
সেই সিনেমা যখন প্রেক্ষাগৃহে চলছে দু সপ্তাহের উপর চলছে, তখন মধু মাসে বোল্ড ফটোশুটেই নেটপাড়ায় আগুন জ্বালিয়ে দিলেন প্রযোজক অভিনেত্রী।
এদিকে নুসরত জাহানের সংসদীয় এলাকা সন্দেশখালি একমাস ধরেই উত্তপ্ত। কিন্তু সাংসদ অভিনেত্রী এই বিষয়ে কোনওরকম মন্তব্য করেননি এখনও!
তার জন্য অবশ্য সাংসদ হিসেবে বিরোধী শিবিরের তরফে কম কটু কথা শুনতে হচ্ছে না নুসরত জাহানকে। কিন্তু তারকা সাংসদ নিন্দুকদের বুড়ো আঙুল দেখিয়ে ব্যক্তিগতজীবনে ফিল্মি টাইম কাটাচ্ছেন।
শনিবার সপ্তাহান্তে হট অবতারে ধরা দিলেন নুসরত। পরনে প্যাস্টেল সবুজ রঙের ড্রেস। তাঁর বোল্ড রূপেই নেটপাড়া কাত!
পোশাকের খাঁজ থেকে উঁকি দিচ্ছে বক্ষবিভাজিকা। গলায় স্টেটমেন্ট নেকপিস। চোখেমুখে বসন্তের রং! নুসরত জাহানের নতুন এই ফটোশুট দেখে নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।
সামনেই লোকসভা ভোট, সাংসদ হিসেবে প্রচারের ময়দানে সম্ভবত থাকবেন নুসরত জাহান। তার প্রাক্কালেই ফিল্মি কাজে ব্যস্ত তারকা সাংসদ।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.