Advertisement
Advertisement
Team India

‘আরে ইয়ার…’, অনুশীলনের মাঝেই বিরক্ত পন্থ, প্রথম টেস্টের জন্য কতটা প্রস্তুত ভারত?

২০ জুন থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ।

অনুশীলনে তিনি চোট পেয়েছিলেন অল্পবিস্তর। এরপর অসংখ্য কাটিয়ে সেই অনুশীলনেই বিশাল ছক্কায় ভেঙেছিলেন স্টেডিয়ামের ছাদ। আইপিএল ভালো যায়নি।

জাতীয় কর্তব্য সব সময় আলাদা। আর তাই পুরনো ব্যর্থতা ভুলে আসন্ন টেস্ট সিরিজের জন্য নিজেকে ঝালিয়ে নিচ্ছেন টিম ইন্ডিয়া সহ-অধিনায়ক ঋষভ পন্থ। দেখা গিয়েছে, প্রস্তুতিতে তিনি বেশ 'হাইলাইটেড'।

বিসিসিআই তাদের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছে। সেখানে ভারতীয় উইকেটরক্ষককে কিছুটা বিরক্ত দেখা যাচ্ছে। এমনকী পারেননি হতাশা গোপন করতে। ঠিক কী হয়েছিল? অনুশীলনের সময় এমন কিছু ঘটেছিল, যাতে তাঁকে খুবই বিরক্ত লাগছিল।

ফিল্ডিং কোচ টি দিলীপ ক্যাচিং ও উইকেটে নির্ভুল থ্রো-ও প্র্যাকটিস করাচ্ছিলেন। থ্রো-র পালা আসে পন্থের কাছেও। কিন্তু অল্পের জন্য তাঁর থ্রো লক্ষ্যভ্রষ্ট। আর তাতেই হতাশ হয়ে 'আরে ইয়ার' বলে চিৎকার করে ওঠেন। ওই সময় শুভমান-সহ টিম ইন্ডিয়ার আরও অনেক ক্রিকেটারই ছিলেন।

এখানেই শেষ নয়। দেখা গিয়েছে, বেশ খোশমেজাজেই রয়েছেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা।

মহম্মদ সিরাজ একটা ক্যাচ ধরে নিজের 'সেলিব্রেশন মুড' অন রেখেছিলেন।

সাই সুদর্শনের নেওয়া একটা ক্যাচের দরাজ প্রশংসা করেন গিল।

এভাবেই ভারতীয় দলের অন্দরমহলের ছবিটা আপাতত বেশ সুখেরই মনে হচ্ছে। এখন দেখার, খেলায় তার কতটা প্রভাব পড়ে। ২০ জুন থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ।