Advertisement
Advertisement
Parineeti Chopra

পরিণীতি এখন চাড্ডা পরিবারের ‘বউমা’, বিয়ের আগে নায়িকার এই হট বিকিনি লুক দেখেছেন?

এই ছবিগুলো মিস করবেন না যেন!

রবিবাসরীয় দুপুরে উদয়পুরে জমজমাট বিয়ের আসর। ঘনিষ্ঠদের সাক্ষী রেখে মনের মানুষ রাঘব চাড্ডার সঙ্গে সাত পাক ঘুরলেন পরিণীতি চোপড়া।

রাজস্থানে এই রাজকীয় বিয়ে নিয়ে অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই। প্রতিটা মুহূর্তের আপডেটের জন্য সোশাল মিডিয়ায় তটস্থ সকলে। আর সেই ফাঁকেই নেটপাড়ায় ফের একবার চর্চার শিরোনামে পরিণীতি চোপড়ার হট লুক।

পরিণীতি এখন চাড্ডা পরিবারের 'বউমা'। মিষ্টি, চুলবুলে নায়িকার বিয়ে হয়ে যাওয়ায় মন ভেঙেছে অনেক অনুরাগীদেরই। সেই ফাঁকেই পরিণীতির বিকিনি লুক ফের একবার চর্চায়।

রাঘব-পরিণীতি এখন অফিশিয়ালি বিবাহিত। তরুণ রাজনীতিবিদ রাঘব চাড্ডার (Raghav Chadha) সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)।

অথচ একটা সময় ছিল যখন অভিনেত্রী সাফ জানিয়ে দিয়েছিলেন, কখনও তিনি রাজনীতিবিদকে বিয়ে করবেন না। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে পুরনো সেই ভিডিও।

সামনেই অক্ষয় কুমারের সঙ্গে পরিণীতি চোপড়ার নতুন ছবি 'মিশন রানিগঞ্জ'-এর রিলিজ। দিন কয়েক আগে সেই সিনেমার ট্রেলারও রিলিজ করেছে।

আজ রাতেই উদয়পুরে নটা নাগাদ শুরু হবে রাঘব-পরিণীতির রিসেপশন।