Advertisement
Advertisement
Parineeti Chopra

এখনও বিয়েতেই মজে আছেন পরিণীতি, হলুদ পোশাকে নতুন ছবিতে নজর কাড়লেন রাঘব ঘরনি

নতুন সংসারে পা দিয়ে সব দায়িত্ব কাঁধে নিয়েছেন পরিণীতি।

২৪ সেপ্টেম্বর গোধূলি লগ্নে পাঞ্জাবী রীতি রেওয়াজ মেনে উদয়পুরে রাজকীয় বিয়ে সেরেছেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া।

পরের দিনই দিল্লিতে ফিরে গিয়েছেন তারকাদম্পতি। ‘আম আদমি’ সাংসদের সঙ্গে বলিউড অভিনেত্রীর হাই প্রোফাইল বিয়ের অনুষ্ঠান নিয়ে দেশজুড়ে চর্চা।

মুম্বইয়ের বাড়ি ছেড়ে নাকি দিল্লিতে রাঘবের বাড়িতেই পাকাপাকি থাকবেন পরী। নতুন সংসার গোছানোর জন্যই নাকি আপাতত সময় চান অভিনেত্রী।

পরিণীতি চোপড়া সম্প্রতি তাঁর চূড়া সেরিমনির ছবি শেয়ার করেছেন। যেখানে হলুদ পোশাকে দেখা গিয়েছে পরিণীতিকে।

বর-কনে পক্ষ দুই তরফের অতিথিরা যখন একে-অপরের সঙ্গে পরিচয় পর্ব সারেন। সেখানে রীতি অনুযায়ী বরকে আশীর্বাদ স্বরূপ বহুমূল্য উপহার দেওয়ার রীতি রয়েছে কনে পক্ষের। এই রীতি বর পক্ষের ক্ষেত্রেও প্রযোজ্য। রাঘব-পরিণীতির বিয়েতে সেই পর্বেই শুধুমাত্র ১১টাকা উপহার স্বরূপ গ্রহণ করা হয়েছে।

বিয়ের পর সোশাল মিডিয়ায় “প্রথম ব্রেকফাস্ট টেবিলের গল্প থেকেই, আমাদের মন বুঝে গিয়েছিল। অনেকদিন ধরেই এই দিনের অপেক্ষায় ছিলাম। অবশেষে শ্রীমান, শ্রীমতী! একে-অপরকে ছাড়া বাঁচব না। শুরু হল পথচলা।”

স্বপরিবারে ছবি পোস্ট করে বিয়ের স্মৃতিতে ভাসলেন পরিণীতি।