Advertisement
Advertisement
Christmas Day

ওমিক্রন আতঙ্ককে বুড়ো আঙুল, বড়দিনে উৎসবের মেজাজে রাজ্যবাসী

ভিড় জমল শহরের নানা প্রান্তে।

১১

ওমিক্রন আতঙ্ক সরিয়ে বড়োদিনে বাড়ির খুদেদের নিয়ে আনন্দে মাতল শহরবাসী। সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে প্রার্থনায় মজে শিশু। ছবি: শুভাশিস রায়

১১

রূপালি পর্দার 'জোকার' আজ বাস্তবে। পার্কস্ট্রিটে শহরবাসীকে আনন্দ দিতে তৈরি তাঁরা। ছবি: পিন্টু প্রধান।

১১

বড়দিনে পার্কস্ট্রিটে জনজোয়ার। ভিড় দেখে আতঙ্কিত চিকিৎসকেরা। ছবি: পিন্টু প্রধান।

১১

সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে সেলফি তোলার হিড়িক। ছবি: শুভাশিস রায়

১১

ছুটির দিনে ভিড় জমেছে চিড়িয়াখানায়। নিজস্ব চিত্র।

১১

শুধু পার্কস্ট্রিট, চার্চ কিংবা চিড়িয়াখানা নয় ভিড় জমল নিউটাউনের ইকো পার্কেও। নিজস্ব চিত্র।

১১

তথ্য বলছে, বড়োদিনে ইকো পার্কে জড়ো হয়েছিলেন ৬০ হাজার ২৮২ জন। নিজস্ব চিত্র।

১১

নিকো পার্কে আনন্দে মজে খুদেরা। নিজস্ব চিত্র।

১১

উৎসবের মরশুমে শহরে হল ফ্যাশন শো-ও। নিজস্ব চিত্র।

১০ ১১

ভিড়ের নিরিখে পিছিয়ে নেই জেলা-ও। ঝাড়গ্রামের ঘাগর জলপ্রপাতেও পর্যটকদের ভিড়। ছবি: প্রতিম মৈত্র।

১১ ১১

দুর্গাপুর সিটি সেন্টারের চার্চে উপচে পড়া ভিড়। করোনা সংক্রমণের আশঙ্কায় পরে চার্চ বন্ধ করে দেওয়া হয়। ছবি: উদয়ন গুহরায়।