Advertisement
Advertisement
Plantation

বিপদ থেকে বাঁচতে সবুজায়নের ডাক, বিজ্ঞান মঞ্চের উদ্যোগে হল বৃক্ষদান ও বৃক্ষরোপণ উৎসব

ছাত্র-ছাত্রী এবং উৎসাহী মানুষদের হাতে গাছ তুলে দেওয়া হয়।

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কলকাতা জেলার উদ্যোগে আজ, রবিবার, ভিক্টোরিয়ার সামনে ও ময়দান এলাকায় দ্বিতীয়বার মহাসমারোহে পালিত হল বৃক্ষদান ও বৃক্ষরোপণ উৎসব।

সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উৎসাহ দিতে এবং সচেতনতার প্রচারে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের এই কর্মসূচি। যা 'অরণ্য সপ্তাহ পালনে'র অংশ।

আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য সম্পাদক অধ্যাপক প্রদীপ মহাপাত্র, পরিবেশকর্মী তপন সাহা, কলকাতা জেলা সম্পাদক শেখ সোলেমান, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সঞ্জয় ঘোষ, রাজ্য বনদপ্তরের অমরেন্দ্রনাথ চক্রবর্তী, প্রখ্যাত নাট্যকার দেবশংকর হালদার-সহ সমাজের বিশিষ্টজনেরা।

যত দিন যাচ্ছে, বাড়ছে দূষণ। বিপণ্ণ হচ্ছে পৃথিবী। দরজায় কড়া নাড়ছে বিপদ। আর এই বিপদ থেকে রক্ষার মূল চাবিকাঠি গাছ। এই বার্তা জনসাধারণের কাছে পৌঁছে দিল এদিনের বনমহোৎসব।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ছাত্র-ছাত্রী এবং উৎসাহী মানুষদের হাতে গাছ তুলে দেওয়া। পাশাপাশি সংলগ্ন অঞ্চলে বৃক্ষরোপণের মাধ্যমে সম্পন্ন হয় সবুজায়ন। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে পূর্বাশা নৃত্যগোষ্ঠী।

বৃক্ষরোপণের পক্ষে এবং গাছ কাটার বিরুদ্ধে সচেতনতার বার্তা দিলেন বিশিষ্টজনেরা। জানালেন, গাছের পরিচর্যা কতখানি জরুরি। নয়তো আগামী প্রজন্মের জন্য এক নিষ্ফলা পৃথিবী অপেক্ষা করবে।