Advertisement
Advertisement

Breaking News

পরনে গেরুয়া বসন, হাতে রুদ্রাক্ষের মালা, প্রকাশ্যে ধ্যানমগ্ন মোদির ছবি

বিরোধীদের সেই কটাক্ষকে সেভাবে পাত্তাই দিলেন না মোদি। ক্যামেরা নিয়েই বসলেন ধ্যানে।

পরনে গেরুয়া বসন। হাতে রুদ্রাক্ষের মালা। একমনে বসে ধ্যান করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি প্রকাশ করল বিজেপি।

দীর্ঘ ভোটপ্রচার শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় কন্যাকুমারীর বিবেকানন্দ রকে ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৪৫ ঘণ্টা একান্তে সময় কাটাবেন তিনি।

ঐতিহাসিক বিবেকানন্দ রকে ১৩১ বছর আগে ধ্যান করেছিলেন স্বামী বিবেকানন্দ। এখান থেকেই তিনি পাড়ি দিয়েছিলেন শিকাগো। তাঁর সেই অবিস্মরণীয় বক্তৃতা দিতে। সেই বিবেকানন্দের মূর্তিকে সামনে রেখেই ধ্যানে বসলেন প্রধানমন্ত্রী।

আগামী ৪৫ ঘণ্টা তিনি ওই ধ্যান মণ্ডপমেই থাকবেন। এই ৪৫ ঘণ্টা শুধু তরল খাবার খাবেন প্রধানমন্ত্রী। তাঁর ডায়েটে মূলত থাকছে ডাবের জল, আঙুর ফলের রস এবং জুসের মতো তরল খাবার।

এই ৪৫ ঘণ্টা কারও সঙ্গে কথা বলবেন না মোদি। অর্থাৎ পুরোটাই মৌনব্রত পালন করবেন। এমনকী, ওই ধ্যানের জায়গা থেকে বাইরেও আসবেন না তিনি।

এদিন সকালে প্রধানমন্ত্রীর সূর্যপ্রণামের ছবিও প্রকাশ্যে এসেছে। কন্যাকুমারীতে অপরূপ সূর্যোদয়ের সঙ্গে গেরুয়া বসন মিলে অনবদ্য দৃশ্যপট তৈরি করছে।

ক্যামেরা নিয়ে কেউ ধ্যান করতে যায়? প্রশ্ন তুলেছিলেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের সেই কটাক্ষকে সেভাবে পাত্তাই দিলেন না মোদি।

বৃহস্পতিবার তিরুঅনন্তপুরমের ভগবতী আম্মান মন্দিরে পুজো সেরে ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী। প্রায় ১২ ঘণ্টা পর প্রকাশ্যে এল ছবি।