Advertisement
Advertisement

Breaking News

গুজরাটের অ্যাকুয়াটিক গ্যালারিতে প্রধানমন্ত্রী, ঘুরে দেখলেন নেচার পার্কও

দেখে নিন চমৎকার ফটো গ্যালারিটি।

এই মুহূর্তে ‘ভাইব্র্যান্ট গুজরাট’ কর্মসূচির ২০ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপনের লক্ষ্যে গুজরাটে প্রধানমন্ত্রী। বুধবার দিনভর ঘুরলেন সায়েন্স সিটিতে।

প্রথমে মোদি যান রোবটিক্স গ্যালারিতে। তার পর যান নেচার পার্কে।

এই নেচার পার্কের ভিতরেই রয়েছে বিখ্যাত অ্যাকুয়াটিক গ্যালারি। এদিন সেটিও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

সেখানকার বেশকিছু ছবি সোশাল মিডিয়ায় শেয়ারও করেছেন মোদি। তাতে ধরা পড়েছে অ্যাকুয়াটিক গ্যালারির নানা খণ্ডচিত্র।

গুজরাটের সায়েন্স সিটিতে এই অ্যাকুয়াটিক গ্যালারি নতুন সংযোজন। বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তিতে তৈরি হয়েছে এই গ্যালারিটি।

গ্যালারির ভিতরে ঢুকলে এক মুহূর্তে মনে হতে পারে আপনি কোনও গভীর সমুদ্রের তলদেশে চলে এসেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও দেখা গেল অ্যাকুয়াটিক গ্যালারির নানা মনোরম দৃশ্য উপভোগ করতে।

এই অ্যাকুয়াটিক গ্যালারিতে ঘুরতে যেতে পারেন সাধারণ পর্যটকরাও। টিকিট মূল্য ঠিক করা হয়েছে ২০০ টাকা।