জার্মানিতে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। "আমি নিশ্চিত, ভারত এবং জার্মানির দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হবে" টুইটে লিখলেন তিনি।
বার্লিনের অনাবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী। সেখানেই এক বালকের দেশাত্মবোধক গান শুনে মুগ্ধ হন তিনি।
নিজের হাতে আঁকা প্রধানমন্ত্রীর ছবি নিয়ে এসেছিল এক বালিকা। সেই ছবিতে সই করে তাকে ফিরিয়ে দেন মোদি। সঙ্গে জিজ্ঞেস করেন, কেন এঁকেছ এই ছবি? উত্তরে বালিকাটি জানায়, আপনিই আমার আদর্শ।
জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলৎজের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বৈঠক শুরুর আগে খোশমেজাজে দুই রাষ্ট্রনেতা।
দ্বিপাক্ষিক বৈঠকে ভারত এবং জার্মানি। প্রধানমন্ত্রী ছাড়াও বৈঠকে ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তিপূর্ণ সহাবস্থান এবং ভবিষ্যতে সুস্থ পরিবেশ গড়ে তুলতে বৈঠক করেন ভারত এবং জার্মানির সরকারের কয়েকজন প্রতিনিধি।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.