Advertisement
Advertisement
Ritabhari Chakraborty

ঋতাভরীর মনোক্রম মায়াজাল, আদুরে নায়িকার দুষ্টু ইশারায় ‘ঘায়েল’ কে?

বৃষ্টিভেজা দিনে উষ্ণতার পারদ চড়ালেন ঋতাভরী।

শরীরী আবেদনে অনুরাগীদের মনে ঝড় তুলতে সবসময়েই পারদর্শী ঋতাভরী চক্রবর্তী।

এবার সাদাকালো ছবিতে মনোক্রম ম্যাজিক দেখালেন অভিনেত্রী। উষ্ণতার পারদ চড়াতে টলিপাড়ার এই অভিনেত্রী বেশ সিদ্ধহস্ত।

দিন কয়েক আগেই ভালবাসার মানুষের সঙ্গে ভালবাসার শহরে সময় কাটাচ্ছিলেন অভিনেত্রী।

বিদেশের মাটিতে ফুরফুরে মেজাজে হবু স্বামী সুমিত অরোরার সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে।

এবার নতুন ফটোশুটেও ঝড় তুললেন ঋতাভরী চক্রবর্তী। পরনে সাদা ঢিলেঢালা শার্ট। উন্মুক্ত উরুতে ক্যামেরায় পোজ দিয়েছেন অভিনেত্রী।

তবে নজর কাড়ল পোস্টের ক্যাপশন। যেখানে জীবনদর্শকমূলক স্বরচিত কবিতা লিখেছেন ঋতাভরী। আদুরে নায়িকার এই দুষ্টু ইশারায় 'ঘায়েল' হল কে?

বলাই বাহুল্য, ঋতাভরী চক্রবর্তীর ৩ মিলিয়ন ফলোয়ার। তাঁকে 'বং ক্যুইন' বলে আখ্যা দিয়েছেন তাঁরা। (ছবি-ইনস্টাগ্রাম)