Advertisement
Advertisement
Adrija Roy Birthday

বিশেষ বন্ধুর সঙ্গে থাইল্যান্ডের সমুদ্র সৈকতে জন্মদিন পালন অদ্রিজার, দেখুন ‘প্রিন্সেস ডায়েরি’

কার সঙ্গে থাইল্যান্ডে জন্মদিন উদযাপন করতে গেলেন অদ্রিজা রায়?

রেড ভেলভেট কেক, তার উপরে সাদা ক্রিমের আস্তরণ। আর কেকের সঙ্গে রং মিলান্তি পোশাকে বার্থডে গার্ল অদ্রিজা রায়।

জন্মদিনে এবার তিনি থাইল্যান্ডে। তবে একা যাননি অদ্রিজা। সঙ্গে রয়েছেন অভিনেত্রীর বিশেষ বন্ধু।

কখনও অদ্রিজার গালে চুমু দিচ্ছেন তিনি। আবার কখনও বা আলিঙ্গন করে ছবি তুলেছেন। কার সঙ্গে থাইল্যান্ডে জন্মদিন উদযাপন করতে গেলেন অদ্রিজা রায়?

আসলে জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবারই থাইল্যান্ডের চিয়াংমাই শহরে পৌঁছে গিয়েছেন অদ্রিজা রায়।

সঙ্গী আরেক অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায়। আর বিশেষ এই দিনটা বেশ অন্যরকম ভাবেই কাটালেন অভিনেত্রী।

অদ্রিজা বর্তমানে জনপ্রিয় সিরিয়াল 'অনুপমা'য় অভিনয় করছেন। জন্মদিন উপলক্ষে ছুটি নিয়ে দিন কয়েক তাই থাইল্যান্ড বেড়াতে গিয়েছেন।

অভিনেত্রীর কথায়, একসপ্তাহ ধরে জন্মদিন পালন করার রেওয়াজ রয়েছে তাঁর। এবারেও তার অন্যথা হচ্ছে না। আর কী চাইলেন এই জন্মদিনে? এপ্রসঙ্গে অদ্রিজার মন্তব্য, "পরের বছর যেন প্রেমিকের সঙ্গে বিদেশে জন্মদিন পালন করতে পারি।"

সেখান থেকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন অদ্রিজা রায়। সেই টলিপাড়া থেকে অদ্রিজা ও দেবচন্দ্রিমার দারুন বন্ধুত্ব। মুম্বইতে গিয়েও সেই বন্ধুত্ব অটুট। (ছবি-ইনস্টাগ্রাম)