Advertisement
Advertisement
Rupanjana Mitra

ফুলের গয়নায় সেজে লাজে রাঙা রূপাঞ্জনা, রাতুলের গায়ে হলুদের ছোঁয়া, দেখুন অ্যালবাম

গোধূলি লগ্নে মালাবদল রূপাঞ্জনা-রাতুলের।

রূপাঞ্জনা মিত্র ও রাতুল মুখোপাধ্যায়ের বিয়ে নিয়ে সকাল থেকেই উত্তেজনা টলিপাড়ায়। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তাঁদের বৃদ্ধি অনুষ্ঠানের ছবি। Photo Credit: Birdlens Creation

আর এবার প্রকাশ্যে রূপাঞ্জনা ও রাতুলের গায়ে হলুদের ছবি। হলুদ শাড়িতে ফুলের গয়নায় সেজে উঠলেন রূপাঞ্জনা। রাতুলের গায়ে তাঁত পাঞ্জাবি। Photo Credit: Birdlens Creation

প্রায় ৬ বছরের প্রেমের পর এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন টলিপাড়ার এই জুটি। Photo Credit: Birdlens Creation

গত বছর ২৩ ফেব্রুয়ারি দার্জিলিংয়ে বাগদান সেরে ১৯ এপ্রিল এবার কলকাতার এক হোটেলে বিয়ে সারবেন রূপাঞ্জনা। Photo Credit: Birdlens Creation

রূপাঞ্জনা ও রাতুলের খুব ঘনিষ্ঠ মানুষজনেরা উপস্থিত থাকবেন এই বিয়েতে। জানা গিয়েছে, হিন্দু বিয়ের সমস্ত রীতি মেনেই বিয়ে হবে। তবে গোটাটাই একদিনেই করা হবে। Photo Credit: Birdlens Creation

সিঙ্গল মাদার রূপাঞ্জনা। ২০১৭ সাল থেকে ছেলে রিয়ানকে একাই বড় করেছেন তিনি। সিরিয়াল, সিনেমার কাজের পাশাপাশি পরিবারের সমস্ত দায়িত্ব সামলান অভিনেত্রী। রাতুলও টলিপাড়ার চেনা মুখ। শুটিং ফ্লোরেই নাকি দুজনের আলাপ। তার পর বন্ধুত্ব ও প্রেম। Photo Credit: Birdlens Creation

নিজের সম্পর্ক নিয়ে কখনও লুকোছাপা করেননি রূপাঞ্জনা। বরং হামেশাই জানিয়েছেন, তাঁদের সম্পর্ক পরিণত। এতে রিয়ানেরও কোনও সমস্যা নেই। তাইতো দার্জিলিংয়ে রাতুল-রূপাঞ্জনার বাগদানের সাক্ষী ছিল রিয়ান। Photo Credit: Birdlens Creation