Advertisement
Advertisement
Kolkata

প্রথম সমকামী ‘বিবাহে’র সাক্ষী রইল তিলোত্তমা, সাত পাকে বাঁধা পড়লেন অভিষেক-চৈতন্য, দেখুন ছবি

সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যায় ভাসছেন এই যুগল।

বহুদিনের প্রেম, অবশেষে প্রথম সমকামী বিয়ের সাক্ষী রইল তিলোত্তমা। সাত পাকে বাঁধা পড়লেন কলকাতার অভিষেক রায় ও গুরগাঁওয়ের চৈতন্য শর্মা। অভিষেকই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন হলুদের ছবি। ছবি: ফেসবুক।

হিন্দু-রীতি মেনে মন্ত্রোচ্চারণ, মালাবদল করে সারাজীবনে মতো আবদ্ধ হলেন প্রেমিক যুগল। যদিও আইন অনুযায়ী, সমকামী বিয়ে ভারতে বৈধ নয়। ছবি: ফেসবুক।

পরিবার, বন্ধুবান্ধব সকলেই একত্রিত হয়েছিলেন চৈতন্য-অভিষেকের এই বিশেষ দিনে। ছবি: ফেসবুক।

কলকাতার পাঁচতারা হোটেলে বসেছিল বিয়ের আসর। তনুশ্রী শংকর, তাঁর কন্যা-সহ বহু সেলেব হাজির হয়েছিলেন পেশায় ফ্যাশন ডিজাইনার অভিষেকের বিয়েতে। ছবি: ফেসবুক।

এই সমকামী যুগলের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তাঁদের এক বন্ধু। তারপরই শুভেচ্ছায় ভেসে গিয়েছেন নবদম্পতি। ছবি: ফেসবুক।

লড়াইটা হয়তো খুব সহজ ছিল না। তাও তাঁরা পেরেছেন, অবশেষে জিতে গিয়েছে ভালবাসা। বিয়ের পোশাকে একান্তে অভিষেক-চৈতন্য। ছবি: ফেসবুক।