নীল সমুদ্র। তার সামনে উষ্ণ সৈকত। তার থেকেও যেন উষ্ণ সৌরসেনী মৈত্রর শরীর। সমুদ্রের নোনা জলে ভিজে রোদ পোহাচ্ছেন নায়িকা।
সৌরসেনীর এই বোল্ড ছবি দেখে নেটিজেনরা কুপোকাত। কোথায় বেড়াতে গিয়েছেন অভিনেত্রী? এই প্রশ্ন উঠছে।
স্থানের সন্ধান সৌরসেনী ক্যাপশনেই দিয়ে দিয়েছেন। "ক্রোয়েশিয়া, মনটা দখল করে নিলে", লিখেছেন অভিনেত্রী।
Zee5 প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ 'তাজ: ডিভাইডেড বাই ব্লাড'-এ মেহেরুন্নিসা হিসেবে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন বাংলার অভিনেত্রী।
'মায়াকুমারী' সিনেমায় নন্দিনীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.