শিল্পী সুশান্ত পালের প্রযুক্তির কেরামতিতে টালা পার্ক প্রত্যয় হয়ে উঠেছে লাইট অ্যান্ড সাউন্ডের মঞ্চ। ছবি: শুভ্রদীপ বন্দ্যোপাধ্যায়
কোহিনুরের মতো অমূল্য মা। কাচের বাক্সে সুসজ্জিত মা এবার এই পুজোর সম্পদ। ছবি: শুভ্রদীপ বন্দ্যোপাধ্যায়
শততমে বর্ষে এলাহি আয়োজন টালা বারোয়ারিতে। থিমের মধ্যে দিয়ে সম্মান জানানো হয়েছে ভারতীয় সেনাকে। ছবি: শুভ্রদীপ বন্দ্যোপাধ্যায়
শিল্পী সুব্রত বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় সেজেছে টালা বারোয়ারির মণ্ডপ। ছবি: শুভ্রদীপ বন্দ্যোপাধ্যায়
সামর্থ নাই থাক। ইচ্ছেটাই সব। এই প্রত্যয় নিয়েই এবার পুজোর আয়োজন করেছে হাতিবাগান নবীন পল্লি। ছবি: শুভ্রদীপ বন্দ্যোপাধ্যায়
শিল্পী প্রশান্ত পালের হাতের ছোঁয়ায় তৈরি মণ্ডপের পরতে পরতে পুজোর আমেজ। ছবি: শুভ্রদীপ বন্দ্যোপাধ্যায়
হাতিবাগান সর্বজনীনে এবছর কাগজের কেরামতি। নেপথ্যে শিল্পী সঞ্জীব সাহা। ছবি: শুভ্রদীপ বন্দ্যোপাধ্যায়
এমনকী এই পুজোয় প্রতিমাও তৈরি হয়েছে কাগজ দিয়েই। ছবি: শুভ্রদীপ বন্দ্যোপাধ্যায়
দেবীঘট। এবার এই থিমেই সেজে উঠেছে কাশী বোস লেনের পুজো মণ্ডপ। ছবি: শুভ্রদীপ বন্দ্যোপাধ্যায়
শিল্পী পরিমল পালের ভাবনায় অনন্য শিল্পের সাক্ষী থাকছেন দর্শনার্থীরা। ছবি: শুভ্রদীপ বন্দ্যোপাধ্যায়
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.