বক্স অফিসে তুলকালাম কাণ্ড ঘটাচ্ছে রণবীর কাপুরের 'অ্যানিম্যাল'। এদিকে সোশাল মিডিয়া কাঁপাচ্ছেন তাঁর অনস্ক্রিন দিদি রীত অর্থাৎ সালোনি বাত্রা।
'অ্যানিম্যাল' ছবিতে রীত কখনও স্বামীর কথা শোনে, আবার কখনও ভাইয়ের। কিন্তু বাস্তব জীবনে সালোনি বেশ বোল্ড। নিজের মর্জির মালকিন।
শোনা গিয়েছে, দিল্লির মেয়ে সালোনি। এর আগে 'তইশ', 'পরছায়ি: ঘোস্ট স্টোরিজ বাই রাস্কিন বন্ড'-এর মতো সিনেমায় দেখা গিয়েছে তাঁকে।
'অ্যানিম্যাল' সিনেমায় যেটুকু সুযোগ পেয়েছেন তাতে নিজেকে উজাড় করে দিয়েছেন সলোনি।
আবার সোশাল মিডিয়ায় বেশ বোল্ড মেজাজে থাকেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি নাকি ভালো গানও জানেন সলোনি। ছবি সূত্র ইনস্টাগ্রাম।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.