Advertisement
Advertisement
Shefali Jariwala

রূপের আগুনে নেটপাড়া জ্বালালেন শেফালি! ‘কাঁটা লাগা’ গার্লকে দেখে ছ্যাঁকা খাবেন

শেফালি জারিওয়ালার বোল্ড রূপে কাত ভক্তরা! দেখুন অ্যালবাম।

২০০২ সালে 'কাঁটা লাগা' গানের রিমিক্স ভার্সানে নেচে সাড়া ফেলে দিয়েছিলেন শেফালি। এর পরই পান 'কাঁটা লাগা গার্ল' ও 'থং গার্ল'-এর তকমা।

এর দুবছর পর ২০০৪ সালে শেফালিকে দেখা যায় সলমন খান, অক্ষয় কুমার ও প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত 'মুঝসে শাদি করোগি' সিনেমায়। ছবিতে বিজলির চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

এবার বিকিনি ছবিতে সোশাল মিডিয়ায় ঝড় তুললেন শেফালি জরিওয়ালা। যে ছবি দেখে অনুরাগীদের কালঘাম ছুটছে। নয়ের দশকের ইন্ডি পপ যুগের হার্টথ্রব ছিলেন শেফালি জারিওয়ালা। সেই আগুন কিন্তু এখনও বজায় রেখেছেন তিনি।

২০০৪ সালেই বলিউডের মিউজিক্যাল ডুয়ো মীত ব্রাদার্স জুটির হরমীত সিংকে বিয়ে করেন শেফালি। ২০০৯ সালে দুজনের বিচ্ছেদ হয়।

২০১৫ সালে হিন্দি টেলিভিশন অভিনেতা পরাগ ত্যাগীকে বিয়ে করেন শেফালি। তাঁর সঙ্গে মাঝেমধ্যেই দুষ্টু-মিষ্টি ছবি শেয়ার করেন সোশাল মিডিয়ায়। ছবি: ইনস্টাগ্রাম।