Advertisement
Advertisement
Skipper Pipes

ক্রেতাদের আস্থাতেই সাফল্য, দুর্দান্ত পরিষেবা দিয়ে পুরস্কৃত স্কিপার পাইপস

কোন কোন ক্ষেত্রে সেরার শিরোপা পেল এই সংস্থা?

জাতীয় মঞ্চে পুরস্কৃত স্কিপার পাইপস। দুর্দান্ত পরিষেবা দিয়ে ক্রেতাদের বিশ্বাস জয় করতে সফল এই সংস্থা।

প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং দ্য ইউনিভার্সাল বস ক্রিস গেইলকে এই ব্র্যান্ডের ৩৬০ ডিগ্রি প্রচারে দেখা গিয়েছে। আর সেই বিজ্ঞাপনই টাইমস ব্র্যান্ড আইকনস- ইস্ট ২০২৩-এর মঞ্চে বর্ষসেরা ব্র্যান্ড ক্যাম্পেনের পুরস্কার পেয়েছে।

ঘরে ঘরে শীশামুক্ত জল পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ স্কিপার পাইপ। বিজ্ঞাপনে যা দেখানো হয়, সেটাই যে সত্যি, এই পুরস্কার জিতে তা প্রমাণ করে দিয়েছে স্কিপার।

তবে শুধু বর্ষসেরা ব্র্যান্ড ক্যাম্পেনই নয়, টাইমস রিয়েল এস্টেট রিভিউ- ২০২৩-এর অনুষ্ঠানে আরও একটি পুরস্কার ঝুলিতে ভরেছে স্কিপার।

বাংলায় রিয়েল এস্টেট সেক্টরে বিশেষ অবদানের জন্য পলিমার পাইপস অ্যান্ড ফিটিংসে সেরা ব্র্যান্ডের শিরোপা পেয়েছে স্কিপার। সংস্থার আশা, এই পুরস্কারই তাদের উপর ক্রেতাদের বিশ্বাস ও আস্থা আরও বাড়িয়ে তুলবে।