Advertisement
Advertisement

Breaking News

R R R Movie

টলি-বলিকে হারাবে দক্ষিণী ছবি? কলকাতায় এসে জবাব দিলেন রাজা মৌলি, রাম চরণ, এনটিআর

ছবি মুক্তি পাবে ২৫ মার্চ।

'পুষ্পা' ছবির বক্স অফিস রিপোর্ট দেখলে বোঝাই যায় দক্ষিণী ছবির জনপ্রিয়তা গোটা দেশে তুঙ্গে। আর একথা জানেন দক্ষিণ ছবির পরিচালকারও। তাই তো ছবির প্রচারে দক্ষিণ থেকে বেরিয়ে এসে ছবির টিম এখন দেশের নানা শহরে ছড়িয়ে পড়ে। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়

ঠিক যেমনটা মঙ্গলবার কলকাতা ঘুরে গেলেন 'বাহুবলী' খ্যাত দক্ষিণী ছবির পরিচালক এস এস রাজা মৌলি। সঙ্গে ছিলেন দক্ষিণের দুই সুপারহিট তারকা রামচরণ ও এনটিআর। গঙ্গার ঘাটে তাঁদের নতুন ছবি 'আর আর আর' প্রচারেই মেতে উঠলেন। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়

রাজা মৌলি জানান, বাংলায় পা রাখলেই তাঁর মনে পড়ে য়ায় নেতাজির কথা। ছবি প্রচারের ফাঁকে জানালেন, কলকাতার মানুষের সিনেমার প্রতি প্রেমের কথাও । সঙ্গে জানালেন, সিনেমার নিজস্ব একটা ভাষা রয়েছে, তাই ভাষাগত বিভেদ বা লড়াইয়ে যেতে চাই না। সব ছবিই ভারতীয় ছবি। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়

তবে এনটিআর স্পষ্টই বললেন, বউয়ের সঙ্গে বাংলার শাড়ি কিনতে মাঝে মধ্যে আসতে হবে। আর এই শহরের খাবার ট্রাই করতে হবে। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়

তবে রাম চরণের মুখে শুধুই ছবির কথা। রাজা মৌলির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করলেন রাম চরণ। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়

চার্টার্ড ফ্লাইটে করে ৬ শহরে ঘুরবেন 'আর আর আর' টিম। ৬ শহরের জনপ্রিয় জায়গাতে দাঁড়িয়ে ছবির প্রচার সারবেন রাজা মৌলি, এনটিআর ও রাম চরণ। আপাতত এটাই প্ল্যান। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়

শুরুটা হয়েছে বরোদার 'স্ট্যাচু অফ ইউনিটি' থেকে। তারপর কলকাতায় এসে হাওড়া ব্রিজ। 'হাওড়া ব্রিজে'র সামনে ছবি তুলে কলকাতার প্রেমে পড়লেন এই তিন দক্ষিণী তারকা। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়