Advertisement
Advertisement

কাঠফাটা গরমে ‘পুলিশ কাকু’দের রেহাই দিতে বিশেষ উদ্যোগ পড়ুয়াদের

কী করল পড়ুয়ারা? দেখুন ছবি।

কাঠফাটা রোদ, তাপপ্রবাহে জেরবার দক্ষিণবঙ্গ। দেখা নেই বৃষ্টির।

দহন জ্বালা থেকে মুক্তি পেতে আইসক্রিমের প্রতি ঝোঁক বেড়েছে কচিকাঁচাদের।

তৃপ্তি পেতে ঠান্ডা পানীয়ে গলা ভেজাচ্ছেন কেউ কেউ।

গরম হলেও দায়িত্ব থেকে মুক্তির ফুরসত নেই ট্রাফিক পুলিশদের। কড়া রোদে দাঁড়িয়ে যান নিয়ন্ত্রণ করে চলেছেন তাঁরা।

ট্রাফিক পুলিশ কর্মীদের পাশে দাঁড়াল লিলুয়ার বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের পড়ুয়ারা।

লিলুয়া থেকে বালির মাঝে জিটি রোডে কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে ডাব, রুমাল, টুপি তুলে দিল তারা।

টিফিনের পয়সা জমিয়ে 'পুলিশ কাকু'দের সাহায্যে এগিয়ে আসে পড়ুয়ারা। ছাত্রদের মানবিক পদক্ষেপে খুশি পুলিশকর্মীরাও।