Advertisement
Advertisement

Breaking News

Subhashree Ganguly

বোল্ড সাজে উষ্ণ শুভশ্রী, ‘সুপারমম’-এর নতুন ফটোশুটে ছ্যাঁকা নেটপাড়ায়

নীল গাউনে বন্য সুন্দরী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দেখুন নায়িকার অ্যালবাম।

কাজ, সংসার-সন্তান সমান্তরালভাবে দুদিকই ব্যালেন্স করছেন ‘সুপারমম’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁর ঝুলিতেও বর্তমানে বর্তমানে ডাকসাইটে সব ছবির চরিত্র।

একদিকে সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’, অন্যদিকে ‘রায়বাঘিনী ভবশঙ্করী’, দুই পিরিয়ড ড্রামার বাঘা চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে।

‘পরিণীতা’র পর থেকেই ছক ভেঙে একের পর এক সিনেমা, সিরিজে দর্শক, অনুরাগীদের মুগ্ধ করেছেন অভিনেত্রী। কখনও ডিগ্ল্যাম চরিত্রে কখনও বৃদ্ধার ভূমিকায় চরিত্রের প্রয়োজনে বারবার নিজেকে ভেঙেচুরে ক্যামেরার সামনে তুলে ধরেছেন শুভশ্রী।

মাঝেমধ্যেই বোল্ড ফটোশুটের ছবি শেয়ার করে নেটপাড়ার পারদ চড়ান শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শনিবারও নীল গাউনে তেমনই চমক দিলেন।

টলিপাড়ার অন্যতম ফ্যাশনিস্তা নায়িকা শুভশ্রী। নতুন সাজপোশাকে চমক দিতে তাঁর জুড়ি মেলা ভার! এবারও তার অন্যথা হল না। উর্ধ্বাঙ্গ অনাবৃত। চোখেমুখে দুষ্টু আবেদন। খোলামেলা নীল গাউনে যেন বন্য সুন্দরী। (ছবি- ইনস্টাগ্রাম)