মহারাজের এআই অবতার! ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে অভিনব পদক্ষেপ করল 'আইকনজ'। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা হল সৌরভের নতুন অবতার।
সৌরভের নতুন অবতারটি এমনভাবে তৈরি করা হয়েছে, যেখানে ২০০টি ভাষায় কথা বলতে পারে এই অবতার। বিজ্ঞানের এমন কৃতিত্ব দেখে চমকে গিয়েছেন মহারাজ স্বয়ং।
এআই অবতার উদ্বোধনের পাশাপাশি অনুষ্ঠান থেকে নানা বিষয়ে মন্তব্যও করেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি। কেকেআর থেকে শুরু করে মোহনবাগান-খেলার দুনিয়া নিয়ে কথা বললেন সৌরভ।
উত্তরসূরি মহেন্দ্র সিং ধোনির প্রশংসায় পঞ্চমুখ সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, ধোনি যদি খেলেন তাহলে অধিনায়ক হিসাবেই খেলা উচিত। ধোনির সেরা পারফরম্যান্স বের করে আনে তাঁর নেতৃত্বই।
অনেকে বলেন, খাতায় কলমে রুতুরাজ গায়কোয়াড় অধিনায়ক হলেও নেতৃত্ব দেন ধোনিই। তবে অধিনায়কত্ব না করলেও ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন ক্যাপ্টেন কুল। পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচেও 'মাহি মার রহা হ্যায়' মেজাজে দেখা গিয়েছে তাঁকে।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.