তিনি জনপ্রিয় পর্নস্টার। তবে বহু বছর হল নীল ছবির কেরিয়ার থেকে সরে এসেছেন। ভারতে এসে চেষ্টা করছেন অভিনেত্রী হওয়ার। সানি লিয়নির লড়াই কিন্তু সহজ নয়।
বিগ বসের হাত ধরে এদেশে পা রাখেন সানি। শুনতে হয়েছিল নানা কটাক্ষ। তবে সানির উপর নজর পড়ে পরিচালক মহেশ ভাট ও পূজা ভাটের। সঙ্গে সঙ্গে জিসম ২ ছবির জন্য সই করিয়ে নেন। বক্স অফিসে ছবি হিট করেনি। তবে সানির লড়াই চোখে পড়েছিল সবার।
তবে চাইলেই কি আর সব পাওয়া যায়! পেলেন না সানি। নীল ছবির তকমা তাঁর গা থেকে মোছা গেল না। বরং বলিউডে একের পর এক হাফ পর্ন ছবিতেই অভিনয়ের ডাক পান সানি।
ব্যক্তিগত জীবনেও ঝড় এসেছে তাঁর বার বার। পর্ন ছবিতে পা দেওয়ার পর এক হিরোর প্রেমে পড়ছিলেন সানি। কিন্তু সেই পুরুষ সানির শরীরের সঙ্গে খেলে তাঁকে ছুঁড়ে ফেলে দেয়। ভেঙে পড়েছিলেন সুন্দরী। সে কথা আজও যেন ভুলতে পারেন না তিনি।
তারপর হঠাৎ সানির জীবনে আসে ড্যানিয়েল। বিয়ে দুজনের। ৯ এপ্রিল ১৩ বছরে পা দিল সানি ও ড্যানিয়েলের বিয়ে। তাঁদের রয়েছে তিন সন্তান।
তবুও সানি এখনও বলিউডে লড়াই করে যাচ্ছেন। পর্ন তকমা সরিয়ে অভিনেত্রী হওয়ার জন্য। সানি কি পারবেন? তা সময় বলবে।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.