'মেয়েবেলা'র মৌকে মনে আছে? বাংলা টেলিভিশনের বেশ পরিচিত মুখ। হট অবতারে ছ্যাঁকা দিচ্ছেন তিনি। বোল্ড ছবিতে বাজিমাত সুন্দরী স্বীকৃতির।
একসময় ছোটপর্দায় যে 'খেলাঘর' বেঁধেছিলেন, সেখানে তাঁর 'মেয়েবেলা' ভালোই কেটেছে। তার পর 'আলোর কোলে' গ্ল্যামারের হাতছানি। বাংলা টেলিভিশনে এভাবেই স্বীকৃতি মজুমদার নিজের পরিচিতি তৈরি করেছেন।
বেহালার পর্ণশ্রীর মেয়ে স্বীকৃতি। সেখানেই বেড়ে ওঠা। ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী ছিলেন অভিনেত্রী। সেই সুবাদে একটি চাকরিও পেয়েছিলেন। কিন্তু নিয়তি তাঁর জন্য অন্য ক্ষেত্র সাজিয়ে রেখেছিল।
এক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন স্বীকৃতি। সেখানে দ্বিতীয় স্থান অধিকার করেন। সেই সুবাদেই প্রথমবার অভিনয়ের সুযোগ পান।
মধ্যবিত্ত বাঙালি পরিবারের মেয়ে চাকরি ছেড়ে অভিনয় জগতে আসবে? এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না স্বীকৃতির কাছে। তবে তিনি গ্ল্যামার জগৎকেই বেছে নেন। টেলিদর্শকদের অন্দরমহলে বহুল পরিচিত স্বীকৃতি মজুমদার। (ছবি- ইনস্টাগ্রাম)
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.