Advertisement
Advertisement

Breaking News

Israel Hamas

জ্বলছে যুদ্ধের আগুন, ঝরছে রক্ত, ছবিতে ইজরায়েল-হামাস দ্বন্দ্ব

'রক্তগঙ্গা বইয়ে দেব', হুঁশিয়ারি নেতানিয়াহুর।

হামাস-ইজরায়েলের দ্বন্দ্বে জ্বলছে গাজা সীমানা। চলছে মৃত্যুমিছিল। হামাসের বিরুদ্ধে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

মুহুর্মুহু বোমার শব্দে কেঁপে উঠছে ইজরায়েল সীমানা। ইতিমধ্যেই এই সংঘর্ষে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। তার পরেও সংঘর্ষ থামার কোনও লক্ষণ নেই।

যুদ্ধের আতঙ্কের পাশাপাশি গাজার সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়েছে ইজরায়েল সরকারের সিদ্ধান্ত। গাজাতে খাবার ও বিদ্যুতের সরবরাহ বন্ধ করে দিয়েছে ইজরায়েল।

হামাসের হামলার দৃশ্য দেখে কেঁপে উঠেছে গোটা বিশ্ব। শিশুদের নির্বিচারে হত্যা করছে হামাস জঙ্গিরা, এমনটাই দাবি করেছে আমেরিকা।

গাজার মানবাধিকার খুব খারাপ পর্যায়ে পৌঁছেছে বলে আশঙ্কা প্রকাশ করেছে রেড ক্রস। ইজরায়েল ও হামাসের আক্রমণের মধ্যে পড়ে ধ্বংস হয়েছে বহু ঘরবাড়ি। পরিসংখ্যান অনুযায়ী, গাজার প্রায় প্রায় দশ হাজার বাসিন্দা ঘরছাড়া।

হামাসের হামলার পালটা দিতে ইতিমধ্যেই গাজা সীমানায় ৩ লক্ষ সেনা মোতায়েন করেছে ইজরায়েল। হামাসের বিরুদ্ধে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু।

ইজরায়েলের পাশে দাঁড়াতে ইতিমধ্যেই সামরিক সাহায্য পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেদেশে গিয়ে নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন মার্কিন বিদেশ সচিব অ্যান্থনি ব্লিঙ্কেন।