বিজয় বর্মার সঙ্গে তামান্না ভাটিয়ার প্রেম এখন বহুল চর্চিত। প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে সম্প্রতি সম্পর্কের জল্পনায় সিলমোহর বসিয়েছেন অভিনেত্রী। যা নিয়ে শোরগোল নেটপাড়ায়।
তবে আরেকটি কারণের জন্যও তামান্না এখন খবরের শিরোনামে। সেটা হচ্ছে- ১৮ বছরের উপোস ভঙ্গ করে পর্দায় গভীর চুমু খেয়েছেন নায়িকা। কার জন্য নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করলেন তামান্না?
সদ্য মুক্তি পেয়েছে তামান্না ভাটিয়া অভিনীত 'লাস্ট স্টোরি ২' এর ঝলক। সেখানেই ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সেখানে নিজেই স্বীকার করে নিয়েছেন যে, ২ দশকের ফিল্মি কেরিয়ারে এই প্রথম এত্ত ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন তিনি।
অনস্ক্রিন চুম্বন প্রসঙ্গে তামান্নার মন্তব্য, "দর্শক হিসেবে আমি নিজে কোনও ঘনিষ্ঠ দৃশ্য দেখলে গুটিয়ে যাই। বা আমার মনে হয়, আমার যেটা দেখতে অস্বস্তি হয়, সেরকম কোনও দৃশ্যে আমি অভনয় করব না।"
এই সিদ্ধান্তে এতদিন অটল ছিলেন তামান্না ভাটিয়া। তবে এবার সুজয় ঘোষ পরিচালিত 'লাস্ট স্টোরি ২'র জন্য প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন।
নেপথ্যের কারণ কি প্রেমিক বিজয় বর্মা? তা অবশ্য খোলসা করেননি তামান্না ভাটিয়া। তবে এই সিরিজ সম্পর্কে তাঁর মন্তব্য, "সুজয় ঘোষের মতো পরিচালকের সঙ্গে সবসময়ে কাজ করতে চেয়েছি। ইচ্ছেপূরণ হওয়ায় আমি খুশি এবং কৃতজ্ঞ।"
সুজয় নিজেই তামান্নাকে এমন চরিত্রে জন্য বেছে নিয়েছিলেন জেনে বেশ অবাকই হয়ে যান প্রথমটায় অভিনেত্রী। তাঁর মনে হয়েছিল, আগে তো কখনও এমন অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেননি, তাহলে তাঁকে বাছলেন কেন?
সম্প্রতি বিজয় বর্মার সঙ্গে সস্পর্ক নিয়ে মুখ খুলে তামান্না ভাটিয়া জানিয়েছেন, " সঙ্গে আমি খুব ভাল আছি। ওঁর সঙ্গে আমি নিজের মতো থাকতে পারি। ও আমার খুশির ঠিকানা।"
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.