‘নিম ফুলের মধু’ সিরিয়ালের দুষ্টু মৌমিতা। মৌমিতার চরিত্রে নেপথ্যে যিনি রয়েছেন তিনি মানসী সেনগুপ্ত। ক্যামেরার সামনে একেবারে বোল্ড অবতারে ধরা দিয়েছেন মানসী।
টপলেস অবতারে দেখা গেল মানসী সেনগুপ্তকে। লজ্জা নিবারণ করেছেন ফুলের তোড়ায় ঢেকে। টেলিপর্দার অভিনেত্রীর এহেন বোল্ড অবতারে নেটপাড়া ছ্যাঁকা খাচ্ছে।
ধারাবাহিকের ছকভাঙা চরিত্রের বাইরে গিয়ে মাঝেমধ্যেই হট অবতারে ধরা দেন মানসী সেনগুপ্ত। এবারও তার অন্যথা হল না। এবারেও টপলেস ছবি দিয়ে নেটপাড়ায় উষ্ণতার পারদ চড়ালেন মানসী।
মডেলিং করেছেন। টেলিভিশনে সঞ্চালনার কাজও করেছেন। বাংলা সিনেমার জগতে মানসীর পথ চলা শুরু হয় ‘ডার্ক চকোলেট’ সিনেমার মাধ্যমে।
টেলিভিশনের পর্দায় মানসীর সফর শুরু হয় ‘মেমবউ’ সিরিয়ালের মাধ্যমে। বর্তমানে ‘নিম ফুলের মধু’ সিরিয়ালের খলনায়িকা তিনি। (ছবি: ইনস্টাগ্রাম)
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.