Advertisement
Advertisement
Award Night

বিগ এফএম ইমপ্যাক্ট পুরস্কারে তারকার হাট, টলিপাড়া থেকে কারা এলেন?

শহরের পাঁচতারা হোটেলে তারকার মেলা।

সম্প্রতি শহরে হয়ে গেল বিগ এফএম ইমপ্যাক্ট পুরস্কার। নব উদ্যোক্তা এবং অভিজ্ঞ ইমপ্যাক্ট মেকারসদের ব্যতিক্রমী প্রচেষ্টাকে উদযাপন ও স্বীকৃতি দেওয়ার জন্যই এই পুরস্কার।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের হ্যান্ডসাম অভিনেতা আবির চট্টোপাধ্যায়।

এই অনুষ্ঠানে দেখা মিলল টলিপাড়ার আরও অনেক তারকাকে। উপস্থিত ছিলেন দেবলীনা দত্ত, ইধিকা পল, এনা সাহা, রাজনন্দিনী পল, ঋত্বিকা সেন, সৌমিতৃষা কুন্ডু, রিচা শর্মা, সোমা বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরা।

এই পুরস্কারের সম্পর্কে বলতে গিয়ে বিগ এফএম-এর কর্ণধার সুনীল কুমারান জানান, “বিগ এফএম-এ, আমাদের সবসময়ে প্রচেষ্টা থাকে সৃজনশীলতা এবং উদ্ভাবনী প্রচেষ্টা গুলিকে স্বীকৃতি দেয়া। বিগ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ডের সঙ্গে, আমরা এমন ব্যবসা এবং ব্যক্তিদের স্বীকৃতি দিই যাঁরা প্রথাগত নিয়মের বাইরে গিয়ে নতুন কিছু ভাবছেন এবং করছেন।

কলকাতার পর দিল্লি, হায়দরাবাদ এবং অন্যান্য শহরে বিগ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে৷