Advertisement
Advertisement
Ushasi Ray

হাড়কাঁপানো শীতেও ছ্যাঁকা দিচ্ছেন ঊষসী! টলিউড অভিনেত্রীর এই বোল্ড ফটোশুট দেখেছেন?

টেলিপর্দা থেকে ওটিটি প্ল্যাটফর্ম, বেশ নজর কাড়ছেন ঊষসী রায়।

টেলিভিশনের পর্দায় কখনও হয়েছেন ‘বকুল’, কখনও ‘কাদম্বিনী’।

ওয়েব সিরিজের জগতেও বেশ জনপ্রিয় ঊষসী রায় (Ushasi Ray)।

সম্প্রতি 'ছোটলোক' সিরিজে নজর কেড়েছেন টেলিপাড়ার এই নায়িকা।

নিখিল জৈনের বিপণনী সংস্থার মুখও হয়েছেন ঊষসী রায়।

অভিনেত্রী মাঝেমধ্যেই সোশাল মিডিয়ায় বোল্ড অবতারে ধরা দেন।

এবারও ল্যাভেন্ডার রঙের ব্রালেট, স্কার্টে নজর কাড়লেন ঊষসী রায়।

যে ফটোশুট দেখে হাড়কাঁপানো শীতেও উষ্ণতা খুঁজে পাওয়ার কথা বলছেন ঊষসী ভক্তরা। (ছবি: ইনস্টাগ্রাম)