মাখনের মতো শরীরে জড়িয়ে রয়েছে সাদা শিফনের রাতপোশাক। হালকা হাওয়ায় আলতো করে রেমশ মসৃণ পা অনাবৃত।
বালিশ জড়িয়ে বিছানার উপর শুয়ে বাণী কাপুর। পুরুষদের হৃদয়ে উঠল ঝড়।
হ্যাঁ, বলিউড অভিনেত্রী বাণী কাপুরের ইনস্টাগ্রামে নতুন ছবি দেখে এমনটাই শোরগোল পুরুষ মহলে। রাতজাগা পুরুষদের চোখ বাণীর সেই মাখন শরীরে।
বাণী একেবারে বিন্দাস। বরং পুরুষদের মনে আগুন জ্বালাতে ব্যস্ত তিনি।
বলিউডে তেমন ছবি নেই। রণবীর কাপুরের সঙ্গে 'শমশেরা' ছবিও একেবারে ফ্লপ। তবুও বাণী কিন্তু হেব্বি হিট বলিপাড়ায়।
বাণীর সোশাল মিডিয়ায় ফলোয়ার সংখ্যাও প্রচুর। সেই অনুরাগীদেরই মন ভোলাতে বাণী কিন্তু নিয়মিত উষ্ণ ফটোশুট করে চলেছেন। কখনও বিকিনি, কখনও পিঠখোলা পোশাক। বাণীকে দেখে কিন্তু বেকাবু পুরুষ হৃদয়।
কখনও বিকিনি, কখনও ক্লিভেজ স্পষ্ট পোশাক। বাণীকে দেখে কিন্তু বেকাবু পুরুষ হৃদয়।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.