Advertisement
Advertisement

Breaking News

Malvika Raaj Marriage

সাত পাকে বাঁধা পড়ল ‘কভি খুশি কভি গম’-এর ছোট্ট ‘পু’, পাত্র কে?

বিয়ের মণ্ডপ সেজে উঠেছিল গোয়াতে।

'কভি খুশি কভি গম'-এর ছোট্ট 'পু' অর্থাৎ মালবিকা রাজ আর ছোট নেই। ধুমধাম করে সেরে ফেললেন বিয়ে।

পাত্রের নাম প্রণব বগ্গা। পেশায় ব্যবসায়ী। একাধিক কোম্পানির ডিরেক্টর। প্রায় ১০ বছরের প্রেম মালবিকা-প্রণবের।

চলতি বছরের শুরুতেই বাগদান পর্ব সেরেছিলেন মালবিকা ও প্রণব। সেই অনুষ্ঠান হয়েছিল তুরস্কে।

বিয়ের মণ্ডপ সেজে উঠেছিল গোয়াতে। সোনালি লেহেঙ্গায় সেজেছিলেন অভিনেত্রী। আর বরের পরনে ছিল ম্যাচিং শেরওয়ানি।

'কভি খুশি কভি গম'-এর পর 'স্কোয়াড' সিনেমায় দেখা গিয়েছিল মালভিকাকে। কিন্তু সে সিনেমা বিশেষ জনপ্রিয়তা পায়নি।

আপাতত এই সব নিয়ে ভাবার বিশেষ সময় নেই মালবিকার। নতুন সংসার আর মধুচন্দ্রিমা নিয়েই কয়েকটা দিন ব্যস্ত থাকবেন অভিনেত্রী।