হাতে কাজ থাক বা না থাক, নুসরত ভারুচা কিন্তু লাইমলাইটে। নুসরতের সাহসী ফ্যাশনিস্তা অবতার একাধিবার বলিপাড়ায় কানাঘুষোর কারণ হয়ে উঠেছে।
এবারও বোল্ড অবতারে নেটপাড়ায় ধরা দিলেন লাস্যময়ী। বেগুনি স্বল্পবসনেই যেন ভক্তদের বুকে আলতো করে ছুরি বসিয়ে দিলেন!
বিভিন্ন পোজে ছবি তুলেছেন নুসরত ভারুচা। অভিনেত্রীর পরনে অফ শোল্ডার ডিপনেক বডিকন ড্রেস। গয়নার আতিশয্য নেই। গলায় শুধু স্টোনের চোকার!
ফ্যাশনে সাহসী হওয়ার অভ্যেস থাকলে নুসরত ভারুচার মতো এহেন বডিকন ড্রেসে আপনিও বাজিমাত করতে পারেন রাতপার্টিতে।
বলিউডে পা রেখেছিলেন অনেক আগেই। কিন্তু নজর কেড়েছেন ‘প্যায়ার কা পঞ্চনামা’, ছবি দিয়ে।
এরপর বেশ কয়েকটা সিনেমা করেছেন ঠিকই তবে প্রথম সিনেমার মতো নজর কাড়তে পারেননি নুসরত ভারুচা।
বরং তাঁর সোশাল মিডিয়াতেই নজর বেশি অনুরাগীদের।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.