আবার এসেছে আষাঢ়। আর বর্ষা আসা মানেই প্রিয় গান আর স্মৃতির লুটোপুটি খাওয়া। বলিউডের সঙ্গে বৃষ্টি ও রোম্যান্সের ত্রহ্যস্পর্শ আজও অমলিন। যার শুরু সেই কবে থেকে! রাজ কাপুর ও নার্গিসের 'পেয়ার হুয়া ইকরার হুয়া'র আবেদন চিরকালীন।
2. 'টিপ টিপ বরসা পানি' এমন একটা গান, যেখানে রবিনা ও অক্ষয়ের দুরন্ত রসায়ন হিল্লোল তুলেছিল আসমুদ্র হিমাচলের বুকে। সেই অর্থে শরীর না দেখিয়েও আবেদনেই মাত করেছিলেন সেই সময়ের নবাগতা নায়িকা।
2. 'টিপ টিপ বরসা পানি' এমন একটা গান, যেখানে রবিনা ও অক্ষয়ের দুরন্ত রসায়ন হিল্লোল তুলেছিল আসমুদ্র হিমাচলের বুকে। সেই অর্থে শরীর না দেখিয়েও আবেদনেই মাত করেছিলেন সেই সময়ের নবাগতা নায়িকা।
'মিস্টার ইন্ডিয়া' ছবির 'কাটে নেহি কাটতা' গানেও শ্রীদেবী শরীর না দেখিয়ে স্রেফ আবেদন ও শরীরী অভিনয়ে পর্দায় আগুন ধরিয়েছিলেন। দেখতে দেখতে কেটে গিয়েছে তিন দশকেরও বেশি সময়। এতদিন পরেও প্রয়াত অভিনেত্রী ও অনিল কাপুরের রসায়ন দর্শককে বুঁদ করে রেখেছে।
আটের দশকে 'নমক হালাল' ছবিতে বৃষ্টির মধ্যে স্মিতা পাটিল ও অমিতাভ বচ্চনের রোম্যান্স মাতিয়ে দিয়েছিল আসমুদ্র হিমাচল। নিজের ইমেজ ভেঙে এই গানে স্মিতা হয়ে উঠেছিলেন 'হট'। শোনা যায়, দৃশ্যটির শুটিংয়ের পর বাড়ি ফিরে ঝরঝর করে কেঁদে ফেলেছিলেন নায়িকা।
শাহরুখ ও কাজলের রসায়নের ম্যাজিক আজও বহমান। 'কুছ কুছ হোতা হ্যায়' এই জুটির অন্যতম সফল ছবি। এই ছবিতে বৃষ্টিস্নাত নায়ক-নায়িকার অনবদ্য রোম্যান্স আড়াই দশক পেরিয়ে এসেও একই রকম গনগনে।
আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুরের 'আশিকি ২' বক্স অফিসে ঝড় তুলেছিল। একদিকে সুপারহিট গান, অন্যদিকে দুই নবাগত-নবাগতার আবেদন দর্শকদের মুগ্ধ করেছিল। যার মধ্যে ছিল বৃষ্টিস্নাত ভালোবাসার অনুপম রসায়ন।
ঝমঝমে বৃষ্টিতে রাজেশ খান্না ও জিনাত আমন। 'আজনবি' ছবির ‘ভিগি ভিগি রাতো মে’ গানটির দৃশ্যায়ন এক আশ্চর্য আবেদনময়। 'সেক্সি' জিনাতের রাতপোশাক যেন বারুদ হয়ে আগুন ধরিয়েছিল বৃষ্টিধারায়।
'সরফরোশ' ছবিতে মিষ্টি সোনালি বেন্দ্রে ও 'চকোলেট বয়' আমির খান শোরগোল ফেলেছিলেন অনবদ্য 'জো হাল দিল কা' গানটিতে। পশ্চিমঘাট পর্বতমালায় বৃষ্টিতে ভিজে একাকার হয়েছিলেন নায়ক-নায়িকা। যদিও এই বৃষ্টি ছিল মেশিনের বৃষ্টি। কিন্তু গানটি দেখে তা বোঝা ভার।
সুভাষ ঘাইয়ের 'তাল' বক্স অফিসে ঝড় তুলেছিল। ছবির অন্যতম আকর্ষণ ছিল গান এবং ঐশ্বর্য রাইয়ের অভিনয়। যার মধ্যে অন্যতম 'নেহি সামনে তু' গানটি। বৃষ্টির আমেজ ও ঐশ্বর্যর আবেদন গড়ে তুলেছিল এমন এক কম্বিনেশন, যা মুগ্ধ করেছিল সকলকে।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.