Advertisement
Advertisement
C V Anand Bose

মানবিক রাজ্যপাল! পুজোয় রাজভবনের বাইরে থাকা দরিদ্র মানুষজনকে দিলেন উপহার

অষ্টমী কীভাবে কাটালেন সি ভি আনন্দ বোস, দেখে নিন ছবিতে।

বাংলার দুর্গাপুজো দিব্যি উপভোগ করছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ষষ্ঠী থেকেই তিনি ঘুরে ঘুরে পুজো দেখছেন। অষ্টমীতে সকাল সকাল বেরিয়ে রামমোহন সম্মিলনী অর্থাৎ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের পুজো দেখতে যান তিনি।

রামমোহন সম্মিলনী থেকে ফেরার পথে রাজভবনের বাইরে দরিদ্র মানুষজনকে দেখে বেদনার্ত হয়ে ওঠে রাজ্যপালের মন। কোনও মহলে নয়, আসলে দারিদ্রের মাঝেই জনতার রাজভবন। এমনই উপলব্ধি নিয়ে ফেরেন সি ভি আনন্দ বোস।

এই উপলব্ধি থেকে সকলকে পুজোর উপহার দিয়েছেন রাজ্যপাল। ছোট থেকে বড়, সকলের হাতে তুলে দিয়েছেন কিছু না কিছু। আর তা পেয়ে মুখে হাসি ফুটেছে দরিদ্র মানুষজনের।

ছোটদের চকোলেট, মিষ্টি খাওয়ালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বড়দের দিলেন অর্থ। আশীর্বাদ স্বরূপ কারও হাতে তুলে দিলেন মা দুর্গার মূর্তি।

বাবুঘাটে গিয়ে বেশ কিছুক্ষণ তাঁদের সঙ্গে সময় কাটালেন রাজ্যের সাংবিধানিক প্রধান। জানালেন, উৎসবের মরশুমে এভাবে সাধারণের মধ্যে মিশে থাকলেই মায়ের প্রকৃত পুজো হবে।