Advertisement
Advertisement
Celebrity Der Durga Puja

এক ফ্রেমে তনুজা-কাজল, খোশমেজাজে জয়া, মুম্বইয়ের মুখোপাধ্যায়ের বাড়ির অষ্টমী জমজমাট

হেমা মালিনীর সঙ্গে দেখা হয়েছিল রানি মুখোপাধ্যায়ের।

ছেলে যুগের হাত ধরেই বাড়ির অষ্টমী পুজোয় গিয়েছিলেন কাজল। সঙ্গে মা তনুজা আর বোন তনিশাও ছিল।

মুম্বইয়ের সবচেয়ে পুরনো এবং অভিজাত পুজো হচ্ছে কাজল, রানিদের মুখোপাধ্যায় বাড়ির পুজো।

এদিন জয়া বচ্চন গিয়েছিলেন অষ্টমীর অঞ্জলি দিতে। কাজল-যুগকে দেখে উচ্ছ্বসিত হন তিনি।

সপ্তমীর দিন পুজো প্রাঙ্গনে দেখা দিয়েছিল হেমা মালিনী, এষা দেওল ও রানি মুখোপাধ্যায়কে।

নীল পাঞ্জাবি পরে পুজোয় এসেছিলেন জয়দীপ অহল্বাত। মা দুর্গার সামনে দাঁড়িয়ে তোলেন ছবি।