Advertisement
Advertisement
New Year 2023

নাচে-গানে-হুল্লোড়ে বর্ষবরণ রাজ্যবাসীর, শীতের রাতে উষ্ণ তিলোত্তমা

এক ঝলকে দেখে নিন বছর শেষের মুহূর্তগুলি।

বর্ষবরণের রাতে আলোয় ভাসছে পার্ক স্ট্রিট। ছবি: পিন্টু প্রধান।

নাচে-গানে মেতে শহরবাসী। ভিড় জমেছে হোটেল-ক্লাব-রেস্তরাঁর বাইরে। ছবি: পিন্টু প্রধান।

রাতের সঙ্গে সঙ্গে বেড়েছে পার্কস্ট্রিটের উত্তাপ। শহরের সব রাস্তা এসে যেন মিশেছে এই রাস্তায়। ছবি: পিন্টু প্রধান।

পার্ক স্ট্রিটে বর্ষবরণে বিশৃঙ্খলা ঠেকাতে কলকাতা পুলিশের মোটর সাইকেলে প্রমীলা বাহিনী। ছবি: অমিত ঘোষ।

সকাল থেকে ভিড় ছিল চিড়িয়াখানায়। পরিবারের সঙ্গে কচিকাঁচা হাজির হয়েছিল সেখানে। ছবি: পিন্টু প্রধান।

বাঘের এনক্লোজারের বাইরে ভিড় ছিল চোখে পড়ার মতো। ছবি: পিন্টু প্রধান।

বছরের শেষ দিনে কালীঘাট মন্দিরেও ছিল ভিড়। ছবি: অমিত ঘোষ

শহরের রাস্তায় রাস্তায় ব্যাপক ভিড়। ছবি: পিন্টু প্রধান।

আর কয়েক ঘণ্টামাত্র। তারপরেই আরও একটা নতুন বছর। সবার ভাল কাটুক নতুন বছর। ছবি: সঞ্জিত ঘোষ।