Advertisement
Advertisement
Amavasya

মহালয়ায় সূর্যগ্রহণ, রীতি মেনেই করা যাবে তর্পণ? জানালেন নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

গত ১০০ বছরে মহালয়া ও সূর্যগ্রহণ একদিনে পড়েনি।

Amavasya: Know about Tarpan during Sarva Pitru Amavasya 2023। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 13, 2023 4:18 pm
  • Updated:October 13, 2023 4:18 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কারণ গত ১০০ বছরের ইতিহাসে যা কখনও ঘটেনি, তেমনটাই হতে চলেছে এবারের মহালয়ায়। এদিন সূর্যগ্রহণের সাক্ষী থাকবে বিশ্ব। দেবীপক্ষের সূচনায় সূর্যগ্রহণ ঘিরে প্রশ্ন জাগছে, এদিন পিতৃতর্পণ করা যাবে তো? এই আলোচনায় সরগরম সোশাল মিডিয়া।

জানা গিয়েছে, মহালয়ায় (Mahalaya) রাত ৮টা ৩৪ মিনিটে গ্রহণ শুরু হবে। গ্রহণ ছাড়বে পরের দিন মাঝরাত ২টো ২৫ মিনিটে। যদিও এদেশ থেকে সূর্যগ্রহণ দেখা যাবে না। তবে কানাডা, উত্তর আমেরিকা, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, মেক্সিকো, আর্জেন্টিনা, কলোম্বিয়া, কিউবা, পেরু, ডোমিনিকা, বাহামা উরুগুয়ে, ব্রাজিল-সহ বিভিন্ন দেশ এই সূর্যগ্রহণের সাক্ষী থাকতে পারবে।

Advertisement

[আরও পড়ুন: Durga Puja 2023 Weather Update: মহালয়া-পুজোয় সম্ভাবনা নেই দুর্যোগের, বঙ্গবাসীর জন্য সুখবর দিল হাওয়া অফিস]

আর এখানেই উঠছে প্রশ্ন। এখান থেকে দেখা না গেলেও এদিন তর্পণ করা অশুভ হবে না তো? এই বিষয়েই জানতে পুরাণ বিশেষজ্ঞ নৃসিংহপ্রসাদ ভাদুড়ীর সঙ্গে যোগাযোগ করা হয় সংবাদ প্রতিদিনের সঙ্গে। তিনি আশ্বস্ত করেছেন, শনিবার তর্পণ করায় কোনও বাধা নেই। তাঁর কথায়, ”অমাবস্যায় তর্পণে কোনও বাধা নেই। এর সঙ্গে কোনও সম্পর্ক নেই চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণের।” প্রসঙ্গত, চলতি বছর ইতিমধ্যেই দুটি গ্রহণ হয়েছে। ২০ এপ্রিল সূর্যগ্রহণ এবং ৫ মে চন্দ্রগ্রহণ। ১৪ অক্টোবরের সূর্যগ্রহণের দিন ১৫ পর আবার ২৯ অক্টোবর দ্বিতীয় চন্দ্রগ্রহণ।

Advertisement

[আরও পড়ুন: Durga Puja 2023: পুজোয় কবে খোলা মদের দোকান? বিজ্ঞপ্তি জারি করে জানাল নবান্ন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ