সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই ১০৭ বছরের মধ্যে সবচেয়ে কাছাকাছি এসেছিল পৃথিবী ও বৃহস্পতি। এবার ফের এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছেন মহাকাশপ্রেমীরা। সূর্য, চাঁদ ও পৃথিবী আবারও আসতে চলেছে এক সরলরেখায়। যার ফলে কালীপুজোর পরদিন অর্থাৎ ২৫ অক্টোবর, মঙ্গলবার দেখা যাবে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ (Partial Solar Eclipse)। এটাই হতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ।
ভারতীয় সময় সকাল ৮টা ৫৮ মিনিট থেকে দুপুর ১টা ২ মিনিট পর্যন্ত স্থায়ী হবে গ্রহণকাল। কোথায় কোথায় দেখা যাবে এই গ্রহণ? জানা যাচ্ছে, উত্তর-পূর্ব আফ্রিকা, পশ্চিম এশিয়া, উত্তর আটলান্টিক মহাসাগর, পশ্চিম চিনের পাশাপাশি ভারত থেকেও দেখা যাবে এই গ্রহণ। দেখা যাবে ভারতের প্রতিবেশী দেশগুলি থেকেও।
এই সময়কালের মধ্যে বেশ কিছু বিধিনিষেধ মেনে চলার কথাই বলেন পরিবারের বয়োজ্যেষ্ঠরা। কথিত আছে, সেই নিয়মগুলি না মানলে নাকি বড়সড় কোনও বিপদের মুখোমুখি হওয়াও অসম্ভব কিছুই নয়। জীবনের সুখ সমৃদ্ধির কথা ভেবে অনেকেই বৈজ্ঞানিক ভিত্তির কথা ভাবনাচিন্তা না করে খণ্ডগ্রাস সূর্যগ্রহণের দিন কিছু নিয়ম মেনে চলেন। কী সেই নিয়ম, চলুন ঝটপট তা জেনে নেওয়া যাক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.