২৪ অগ্রহায়ণ  ১৪৩০  সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

জানেন, কেন হিন্দুদের কাছে ১০৮ সংখ্যাটি পবিত্র?

Published by: Sangbad Pratidin Digital |    Posted: March 27, 2017 2:23 pm|    Updated: December 26, 2019 2:54 pm

Read the reasons why 108 is auspicious for Hindus

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অষ্টোত্তর শতনাম হোক কিংবা সূর্য নমস্কার- হিন্দুদের বিভিন্ন প্রথায় ১০৮ সংখ্যাটি ওতপ্রোতভাবে জড়িত৷ কিন্তু কেন শুধু ১০৮? কেন অন্য কোনও সংখ্যাকে বেছে নেওয়া হল না!

যদি মনে করা হয় শুধু ধর্মীয় কারণে এই সংখ্যা বেছে নেওয়া হয়েছে তাহলে ভুল ব্যাখ্যা হবে৷ কেননা সেটাই একমাত্র কারণ নয়৷ এর সঙ্গে যেমন মিশে আছে বিশ্বাস তেমন জড়িয়ে আছে তখনকার জ্যোতির্বিজ্ঞানীদের অঙ্কও৷

এসি নেই? গ্রীষ্মে এই কৌশলগুলিতেই ঠান্ডা রাখুন ঘর  ]

প্রথমে আসা যাক বিশ্বাসের কথায়৷ বৈদিক তত্ত্ব অনুযায়ী ১০৮ সংখ্যাটি গোটা মহাবিশ্বের প্রতীক৷ অর্থাৎ মহাবিশ্বের অস্তিত্বের প্রমাণ হয় এই সংখ্যাটিতেই৷ আরও বিশ্বাস করা হত যে, আমাদের দেশে ১০৮টি পবিত্র তীর্থস্থান আছে৷ এছাড়া চারটি বেদ মিলিয়ে মোট উপনিষদের সংখ্যাও ১০৮৷

দেহতত্বেও এই সংখ্যাটির গুরুত্ব আছে৷ মনে করা হয়, আমাদের শরীরে ১০৮টি বিশেষ জায়গা আছে যেগুলির মধ্যে সংযোগ স্থাপন করা সম্ভব৷ একমাত্র সাধকই তা করতে পারেন৷ এবং এই সংযোগ সাধিত হলে যে কেউ বিশেষ শক্তির অধিকারী হতে পারেন৷ সে কারণেই সূর্যপ্রণাম মন্ত্র বা মালা জপ করার ক্ষেত্রেও ১০৮ সংখ্যাকেই বেছে নেওয়া হয়৷

[ রান্নার গ্যাসে আগুন লাগলে কী করবেন? জেনে নিন ]

এখানেই শেষ নয়৷ একসময় বিশ্বাস করা হত, পৃথিবী থেকে চাঁদ ও সূর্যের যা দূরত্ব, তা পৃথিবীর ব্যাসের ১০৮ গুণ৷ একইরকমভাবে মনে করা হত, মানুষের পার্থিব দেহের বাইরের অংশ আর অন্তরাত্মার দূরত্ব ১০৮ একক৷

শক্তির প্রতীক দেবাদিদেব মহাদেবের নৃত্যের ভঙ্গি হিসেবে ধরা হয় ভরতনাট্যমকে৷ এই নৃত্যেরও ১০৮টি মুদ্রা রয়েছে৷

বৈদিক যুগের বিশ্বাস, অঙ্ক, ধর্মীয় প্রথা সব মিলিয়ে মিশিয়েই ১০৮  সংখ্যাটি সনাতন হিন্দুধর্মাবলম্বীদের কাছে আজও পবিত্র হয়ে আছে৷

[ আপনাকেই বেশি মশা কামড়ায়! কেন জানেন? ]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে