Advertisement
Advertisement

Breaking News

বিশ্বকাপের পরে কি জোড়া কোচ পাবে ভারত? দ্রাবিড়ের ভবিষ্যৎ নিয়ে জল্পনা

বিশ্বকাপে ভাল না করলেই কোপ পড়বে দ্রাবিড়ের উপর?

BCCI may opt for two coaches after World Cup | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:September 6, 2023 9:40 pm
  • Updated:September 6, 2023 9:40 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের পরও কি ভারতীয় দলের কোচ থাকবেন রাহুল দ্রাবিড়? থাকলেও কি তিন ফরম্যাটেই কোচিং করবেন? এশিয়া কাপের মধ্যেই শুরু হয়ে গেল জল্পনা। শোনা যাচ্ছে, বিশ্বকাপের পর কোহলিদের ভবিষ্যৎ কোচ নিয়ে একাধিক ভাবনা রয়েছে বোর্ডের।

ভারতীয় ক্রিকেটে দ্রাবিড়ের অবদান নিয়ে কখনও প্রশ্নের অবকাশই থাকতে পারে না। কিন্তু কোচ দ্রাবিড়ের পারফরম‌্যান্স সামান‌্য হলেও প্রশ্নের মুখে পড়েছে। এশিয়া কাপের (Asia Cup) ফাইনালে উঠতে না পারা, টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হার। তার মধ্যে সম্প্রতি আবার ওভালে বিশ্ব টেস্ট চ‌্যাম্পিয়নশিপের (World Test Championship Final) ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে কুৎসিত হার। বোর্ডে খবর নিয়ে যা জানা গেল, আসন্ন বিশ্বকাপ পর্যন্ত চুক্তি রয়েছে কোচ দ্রাবিড়ের। ঘরের মাঠে বিশ্বকাপে ভারতীয় দলের পারফরম‌্যান্স ভাল না হলে তাঁকে নিয়ে ওঠা প্রশ্নগুলো যে আরও জোরালো হবে, সেটা বলে দেওয়াই যায়।

Advertisement

[আরও পড়ুন: ‘অযথা রাজনীতি করছেন’, বিশেষ অধিবেশন নিয়ে সোনিয়াকে পালটা চিঠি মন্ত্রীর]

কিন্তু রোহিত শর্মারা (Rohit Sharma) যদি চ‌্যাম্পিয়ন হয়েও যান, তাতেও দ্রাবিড় যে চুক্তি বাড়াবেনই, সে কথা নিশ্চিতভাবে বলা যাবে না এখনই। আসলে যে পরিমাণ ক্রিকেট হচ্ছে, তাতে ভারতীয় দলকে প্রচুর ট্রাভেল করতে হয়। এক্ষেত্রে টানা কয়েক বছর টিমের সঙ্গে থাকার পর দ্রাবিড় নিজেও আর চুক্তি বাড়ানোর ক্ষেত্রে সম্মত হবেন কি না, তা নিয়ে ভারতীয় ক্রিকেট মহলেই অনেকেই নিশ্চিত নন।

Advertisement

[আরও পড়ুন: সংসদের উদ্বোধনে রাষ্ট্রপতিকে ডাকা হল না কেন? সনাতন ধর্মের ‘গোঁড়ামি’ নিয়ে প্রশ্ন স্ট্যালিনপুত্রের]

এক্ষেত্রে একটা বিকল্প তৈরি রাখা হতে পারে। ভারতীয় ক্রিকেটের অন্দরে খোঁজখবর নিয়ে জানা গেল, যদি নিতান্তই বিশ্বকাপের পর দ্রাবিড় আর কোচিং করাতে না চান। বা বিশ্বকাপে ভারত ভাল পারফর্ম না করে, তাহলে একসঙ্গে ভারতীয় দলের জোড়া কোচের কথা ভাবা হতে পারে। সেক্ষেত্রে দ্রাবিড়কে দায়িত্ব দেওয়া হবে লাল-বলের অর্থাৎ টেস্ট ক্রিকেটের। আর অন্য কাউকে দায়িত্ব দেওয়া হবে সাদা বলের অর্থাৎ সীমিত ওভারের কোচিংয়ের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ