Advertisement
Advertisement

Breaking News

BCCI president

জয় শাহ নন, পাকিস্তানে এশিয়া কাপের ম্যাচ দেখতে যাচ্ছেন রজার বিনি

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ দেখতে জয় শাহকে আমন্ত্রণ জানিয়েছিল পিসিবি।

BCCI president Roger Binny, vice-president Rajeev Shukla to attend matches in Pakistan | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:August 26, 2023 10:19 am
  • Updated:August 26, 2023 10:19 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের ম্যাচ দেখতে পাকিস্তানে যাচ্ছেন বিসিসিআই (BCCI) সভাপতি রজার বিনি এবং সহ-সভাপতি রাজীব শুক্লা। এমনটাই খবর বোর্ড সূত্রে। আগামী ৪ সেপ্টেম্বর পাকিস্তানে এশিয়া কাপের ম্যাচ দেখতে হাজির থাকবেন বিসিসিআই সভাপতি ও সহ-সভাপতি।

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ দেখতে বিসিসিআই সচিব জয় শাহকে (Jay Shah) আমন্ত্রণ জানিয়েছিল পিসিবি। আমন্ত্রণ জানানো হয়েছিল, বোর্ড প্রেসিডেন্ট রজার বিনি এবং বোর্ডের অন্যান্য কর্তাদেরও। আগামী ৩০ আগস্ট মূলতানে পাকিস্তান বনাম নেপাল ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপ (Asia Cup)। সেখানেই ভারতীয় বোর্ডের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। পাক বোর্ডের দাবি, শুধু ভারতীয় বোর্ডকে নয়। এশিয়ার বাকি সব বোর্ডের প্রধানদেরই এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ দেখতে আমন্ত্রণ জানানো হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: জি-২০ সামিটে যোগ দিতে ভারতে আসছেন না পুতিন, জানাল ক্রেমলিন]

পাক বোর্ডের এই আমন্ত্রণে জয় শাহ যে সাড়া দেবেন না, সেটা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। বোর্ড সূত্রে জানানো হয়েছিল, জয় শাহ পাকিস্তানে যাবেন না। তবে ২ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় ভারত-পাক মেগা ম্যাচ দেখতে তিনি উপস্থিত থাকবেন। ওই ম্যাচে  থাকবেন রজার বিনি (Roger Binny), রাজীব শুক্লারাও (Rajiv Shukla)। সেখান থেকে ৩ সেপ্টেম্বর দেশে ফিরবেন বোর্ডের তিন কর্তাই। তারপরই ওয়াঘা পেরিয়ে পাকিস্তান চলে যাবেন বিনি এবং শুক্লা। সূত্রের খবর, পাক বোর্ডের তরফে ম্যাচ দেখার পাশাপাশি রজার বিনি এবং রাজীব শুক্লা পিসিবি আয়োজিত নৈশভোজেও অংশ নেবেন।

Advertisement

[আরও পড়ুন: ব্রিকস নেতাদের জন্য মোদির উপহারে ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া, তবে ব্রাত্য জিনপিং]

এশিয়া কাপ খেলতে ভারতীয় দলের পাকিস্তান যাওয়া নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। মূলত ভারতীয় বোর্ডের (BCCI) সচিব তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান জয় শাহর আপত্তিতেই পাকিস্তানে খেলতে যায়নি ভারতীয় দল (Indian Team)। যার জেরে এশিয়া কাপের বেশিরভাগ অংশটাই সরে গিয়েছে শ্রীলঙ্কায়। তা সত্ত্বেও পিসিবি ‘মহানুভবতা’ দেখাতে চাইছে। বোঝাতে চাইছে, ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক যাই হোক, খেলাধুলোয় তার প্রভাব পড়ুক, সেটা পিসিবি চায় না। সেকারণেই তাঁরা ভারতীয় বোর্ডের কর্তাদের আমন্ত্ররণ জানায়। তাতে সাড়া দিয়ে কুটনৈতিক চাল চালল ভারতীয় বোর্ডও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ