Advertisement
Advertisement

Breaking News

Brett Lee

‘চোখে পড়েছে কর্ণধারের প্যাশন’, রাহুলকে ‘ধমক’ নিয়ে গোয়েঙ্কার পাশে ব্রেট লি

রাহুলের পাশে দাঁড়িয়েছেন নবীন উল হক, মহম্মদ শামির মতো ক্রিকেটার।

Australian star Brett Lee reacted to the blow up between Sanjiv Goenka and KL Rahul

এই সেই বিতর্কিত অধ্যায়। মুখ খুললেন ব্রেট লি।

Published by: Krishanu Mazumder
  • Posted:May 10, 2024 7:44 pm
  • Updated:May 10, 2024 7:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুলকে (KL Rahul) ধমকাচ্ছেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। সেই ঘটনার পরে প্রায় দুদিন হতে চললেও সেই বিতর্কিত অধ্যায় নিয়ে চর্চা চলছেই।
এবার অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ব্রেট লি এই বিষয়ে মুখ খুললেন। তিনি যা বললেন তাতে কিন্তু পরোক্ষ ভাবে লখনউ কর্ণধারের হয়েই গলা ফাটালেন প্রাক্তন অজি ক্রিকেটার। অন্যদের মতোই ব্রেট লি মনে করেন রুদ্ধদ্বার আলোচনা হওয়াটা জরুরি। 

[আরও পড়ুন: আগুনে ফর্মে বিরাট! টি-২০ বিশ্বকাপে কত নম্বরে নামা উচিত? পরামর্শ সৌরভের]

অজি তারকা দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বলছেন, ”গোটা দুনিয়ার সামনে আলোচনা না করে বন্ধ দরজার ভিতরে আলোচনা হওয়াটা সব সময়েই উচিত। রুদ্ধদ্বার আলোচনা হলে আপনারা অবশ্য আমাকে এই বিষয় নিয়ে প্রশ্ন করতেন না। তবে মুদ্রার উলটো পিঠও রয়েছে। এই দৃশ্য প্রমাণ করে দলের মালিক ও কোচেরও প্যাশন রয়েছে। তারা চায় মাঠে দল ভালো পারফরম্যান্স তুলে ধরুক এবং সেরা দল হিসেবেই নিজেদের মেলে ধরুক।”

Advertisement

লখনউ কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা মাঠে নেমে লোকেশ রাহুলকে উত্তেজিত ভাবে কথা বলছিলেন। সেই দৃশ্য দেখে অনেকেই আশঙ্কিত। সোশাল মিডিয়ায় অনেকেই বলেছেন, সমস্ত খেলোয়াড়দেরই লোকেশ রাহুলের পাশে এসে দাঁড়ানো উচিত।
আফগানিস্তানের তারকা বোলার নবীন উল হক দলের অধিনায়কের পাশে দাঁড়িয়েছেন। একটি ছবি পোস্ট করেছেন লোকেশ রাহুলের সঙ্গে। সেই ছবিতে ভালোবাসার ইমোজি দিয়েছেন নবীন। মহম্মদ শামিও তীব্র সমালোচনা করেছেন সঞ্জীব গোয়েঙ্কার।

[আরও পড়ুন: ভোটের মাঝে আরও বিপাকে ব্রিজভূষণ, যৌন হেনস্তা মামলায় মিলল ‘পর্যাপ্ত প্রমাণ’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ