১৪ চৈত্র  ১৪২৯  বুধবার ২৯ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

‘আটটা ম্যাচে জল বয়েছি’, সেঞ্চুরি করে আবেগপ্রবণ খোয়াজা

Published by: Krishanu Mazumder |    Posted: March 9, 2023 7:12 pm|    Updated: March 10, 2023 12:05 pm

Carried the drinks in 8 matches, said Usman Khawaja । Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার-গাভাসকর সিরিজ শুরু হওয়ার আগে ভিসা পেতে সমস্যা হচ্ছিল উসমান খোয়াজার (Usman Khawaja)। পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার তিনি। চার বছর বয়সে অস্ট্রেলিয়ায় চলে এসেছিলেন তিনি।

সেই খোয়াজারই ভিসা পেতে সময় লাগে। তা জায়গা পেয়েছিল পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দ্য ডন’-এ। ডনের প্রতিবেদনে লেখা হয়েছিল, ভারত ও পাকিস্তান-এই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ভাল নয়। দুই দেশের সম্পর্কের ঢেউ এসে আছড়ে পড়ছে ক্রীড়াক্ষেত্রেও। একদশকের বেশি সময় আগে ভারত ও পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে। পাকিস্তানের তারকা ক্রিকেটাররা ব্রাত্য থেকে যান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। খোয়াজার ভিসা-সমস্যার খবর লেখার সময়ে এই দিকগুলো তুলে ধরা হয়েছিল ‘দ্য ডন’-এর প্রতিবেদনে। 

[আরও পড়ুন:মেসি নয়, রিয়ালের হয়ে রোনাল্ডো আমাদের বেশি ভুগিয়েছে, কটাক্ষ মুলারের]

এহেন খোয়াজাই চতুর্থ টেস্টের প্রথম দিনে সেঞ্চুরি হাঁকালেন। বাকিরা প্যাভিলিয়নে ফিরে গেলেও খোয়াজা কিন্তু নিজের কাজে অটল ছিলেন। সেঞ্চুরি করলেন। অস্ট্রেলিয়ার ইনিংস গড়লেন। ভারতীয় বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুললেন। সেই খোয়াজা প্রথম দিনের শেষে সম্প্রচার চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ”সেঞ্চুরির মুহূর্তটা খুবই আবেগপ্রবণ ছিল। এর আগেও দু’ বার ভারত সফরে এসেছিলাম। ৮টা টেস্টে আমাকে জল বহন করতে হয়েছিল।”

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সংকল্প নিয়ে খেলতে নেমেছিলেন। কী সেই সংকল্প? খোয়াজা আরও বলেন, ”সিরিজের প্রথম তিন ম্যাচের তুলনায় আহমেদাবাদের উইকেট তুলনামূলক ভাবে ভাল। উইকেট ছুঁড়ে দিলে চলবে না, এটাই ছিল আমার লক্ষ্য। মানসিক লড়াইটাই এক্ষেত্রে বেশি ছিল। এসব ক্ষেত্রে ইগো সরিয়ে রাখতে হয়।” 

[আরও পড়ুন: খেলা চলাকালীন স্লিপে দাঁড়িয়ে খাচ্ছেন কোহলি, ভিডিও ভাইরাল]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে