স্টাফ রিপোর্টার: শচীন তেণ্ডুলকর থেকে বিরাট কোহলি, সবাই করোনার বিরুদ্ধে লড়াইয়ে নেমে পড়েছেন। এবার সেই লড়াইয়ে শামিল ভারতের আর এক প্রাক্তন ক্রিকেটার। তিনি সুনীল মনোহর গাভাসকর। প্রধানমন্ত্রী ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ফান্ডে অনুদান দিলেন লিটল মাস্টার।
জানা গিয়েছে, গাভাসকর ৫৯ লক্ষ টাকা দিলেন। প্রধানমন্ত্রীর কেয়ার ফান্ডে ৩৫ লক্ষ আর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ফান্ডে ২৪ লক্ষ। গাভাসকর অবশ্য এই ব্যাপারে একটা কথাও বলেননি। টুইট করেন আর এক মুম্বইকর। ইনিও প্রাক্তন ক্রিকেটার। অমল মজুমদার। অমল টুইট করেন, ‘‘আমি শুনলাম এসএমজি (সুনীল মনোহর গাভাসকর) করোনা রিলিফ ফান্ডে সাহায্য করেছেন। ৩৫ লক্ষ প্রধানমন্ত্রীর কেয়ার ফান্ডে আর ২৪ লক্ষ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ফান্ডে। দারুণ স্যর।’’
[আরও পড়ুন: লকডাউনে বাড়ি বসে সুন্দরী রমণী হয়ে উঠলেন প্রাক্তন পাক স্পিনার! ভাইরাল ভিডিও]
চেতেশ্বর পুজারাও প্রধানমন্ত্রীর কেয়ার ফান্ড, আর গুজরাটের মুখ্যমন্ত্রীর ফান্ডে সাহায্য করেছেন। পূজারা লিখলেন, ‘‘আমি আর আমার পরিবার প্রধানমন্ত্রী কেয়ারস ফান্ড আর গুজরাটের মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে কনট্রিবিউট করেছি। আশা করি আপনারাও করবেন। প্রত্যেকটা কনট্রিবিউশন গুরুত্বপূর্ণ। তাই আমরা যেন প্রত্যেকে নিজেদের সাধ্যমতো সাহায্য করি। আমাদের সবাইকে মিলে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। একইসঙ্গে এই লড়াইয়ে যারা সামনে থেকে লড়েছে সেই সব যোদ্ধা-চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত মানুষ, পুলিশ, নিত্যপ্রয়োজনীয় জিনিস বিক্রেতা, আরও প্রচুর মানুষ রয়েছেন যাঁরা সাহস দেখিয়েছেন, তাঁদের ত্যাগের জন্য আমি সবাইকে কৃতজ্ঞতা জানাতে চাই।’’