Advertisement
Advertisement

Breaking News

Wriddhiman Saha

‘এভাবে কাউকে বাধ্য করা যায় না’, ঈশান-শ্রেয়স বিতর্কে বোর্ডের উলটো সুর ঋদ্ধির মুখে

ঘরোয়া ক্রিকেটকেও গুরুত্ব দেওয়া উচিত, মত ঋদ্ধির।

Forcefully you can't do anything, Wriddhiman Saha on Ishan Kishan-Shreyas Iyer Contract Row | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:March 1, 2024 11:11 am
  • Updated:March 1, 2024 7:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঈশান কিষান এবং শ্রেয়স আইয়ার পর্বে এবার ঢুকে গেলেন ঋদ্ধিমান সাহাও। সরাসরি দুই ক্রিকেটারের পাশে না দাঁড়ালেও ঘুরিয়ে বঙ্গ উইকেটরক্ষক যে বার্তা দিলেন, তার সারমর্ম এই যে এভাবে কাউকে ঘরোয়া ক্রিকেট খেলতে বাধ্য করা যায় না।

আসলে বিসিসিআই (BCCI) জানিয়ে দিয়েছে, বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধদের অবসর সময়ে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে। বিশেষ করে জাতীয় দলের তিন ফরম্যাটে যেসব ক্রিকেটাররা নিয়মিত খেলেন না, তাঁদের ক্ষেত্রে এই নিয়ম আরও কঠোরভাবে বলবত হবে। বোর্ডের নির্দেশকে উপেক্ষা করে ঘরোয়া ক্রিকেট না খেলায় কিষান ও আইয়ারের উপরে সন্তুষ্ট নয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বিসিসিআইয়ের (BCCI) নতুন চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে দুই তারকাকে। সেই নিয়ে বিতর্কের ঝড় দেশের ক্রিকেটমহলে।

Advertisement

[আরও পড়ুন: ‘হিরো’ সাজা বাইকচালকদের সতর্কবার্তা, রোহিতের বার্তা হাতিয়ার রাজ্য পুলিশের]

এ প্রসঙ্গে ঋদ্ধিমান সাহাকে প্রশ্ন করা হলে বোর্ডের এই সিদ্ধান্তের সঙ্গে একপ্রকার ভিন্নমত পোষণ করেছেন তিনি। ঋদ্ধির বক্তব্য, “না চাইলে কাউকে ঘরোয়া ক্রিকেট খেলতে বাধ্য করা ঠিক নয়। আমার মতে, কাউকে কোনও কাজ করতে বাধ্য করা ঠিক নয়। তবে এটা বোর্ডের সিদ্ধান্ত। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের ব্যক্তিগত ব্যাপার।” নিজের উদাহরণ টেনে ঋদ্ধি বলছেন, “ক্রিকেটারের কাছে যে কোনও ম্যচ গুরুত্বপূর্ণ। আমি নিজে যখনই ফিট থাকি, কোনও না কোনও ম্যাচ খেলি। ক্লাবের হয়ে, রাজ্যের হয়ে।”

Advertisement

[আরও পড়ুন: কোর্টের স্থগিতাদেশের পরদিনই সন্দেশখালিতে অশান্তি! নিজের অবস্থানে অনড় অভিষেক]

ঋদ্ধিও অবশ্য ঘরোয়া ক্রিকেটকে আলাদা গুরুত্ব দিচ্ছেন। তিনি বলছেন, “আমার মতে ঘরোয়া ক্রিকেট ভীষণ গুরুত্বপূর্ণ। সরফরাজ খানের কথাই যদি বলা হয়, গত ৪-৫ বছরে ও কিন্তু প্রচুর রান করেছে। সেকারণেই ও এত সফল।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ