Advertisement
Advertisement

Breaking News

Rohit Sharma

‘হিরো’ সাজা বাইকচালকদের সতর্কবার্তা, রোহিতের বার্তা হাতিয়ার রাজ্য পুলিশের

রোহিতের বার্তায় মজল পশ্চিমবঙ্গ পুলিশ।

West Bengal police uses Rohit Sharma's video to raise awareness on road safety। Sangbad Pratidin

রোহিত শর্মা। ফাইল চিত্র

Published by: Sabyasachi Bagchi
  • Posted:February 27, 2024 2:28 pm
  • Updated:February 27, 2024 4:15 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মার (Rohit Sharma) বিশেষ বার্তা পশ্চিমবঙ্গ পুলিশের (West Bengal Police) মনে ধরেছে। অনেকেই ভাবতে পারেন টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়কের আবার কোন বার্তায় মজল রাজ্য পুলিশ! আসলে রাঁচি টেস্টে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে হেলমেট ছাড়াই ফিল্ডিং করছিলেন সরফরাজ খান (Sarfaraz Khan)। তাঁকে বকাঝকা করেছিলেন হিটম্যান। বলেছিলেন, ‘এই ভাই একদম হিরো হওয়ার চেষ্টা করবি না!’ সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। এবার সেই বার্তাকে অনুসরণ করল রাজ্য পুলিশ। হেলমেট না পরে ‘হিরো’ সাজা বাইকচালকদের, প্রশাসনের তরফ থেকে সাবধান করে দেওয়া হল।

রোহিতের সেই ভাইরাল হয়ে যাওয়া ভিডিও দেখে উজ্জীবিত হয়েছে রাজ্য পুলিশ। আর তাই সেই ভিডিও রাজ্য পুলিশ নিজেদের সোশাল মিডিয়াতে ব্যবহার করেছে। নিজেদের X হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘নো হিরোগিরি প্লিজ।’ অর্থাৎ বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, ‘দয়াকরে হিরোগিরি করবেন না।’

Advertisement

[আরও পড়ুন: বিশ্বকাপের পর বুকে জড়িয়ে ধরেছিলেন, অস্ত্রোপচারের পর শামিকে কী বার্তা দিলেন মোদি?]

 

Advertisement

কিন্তু কেন এমন মন্তব্য করলেন রোহিত? ঠিক কী ঘটেছিল রাঁচি টেস্টে?

ইংল্যান্ড তখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে। বেন ফোকসের সঙ্গে সেই সময় ক্রিজে লড়াই করছেন শোয়েব বশির। অন্যদিকে দুই প্রান্ত থেকে বোলিং করছিলেন রবিচন্দ্রন অশ্বিন-কুলদীপ যাদব। সিলি পয়েন্টে ফিল্ডিং ছিলেন সরফরাজ। তবে তাঁর মাথায় হেলমেট ছিল না। এমনকি অ্যাবডোমেন গার্ডও পরেননি তিনি। এর পাশাপাশি ফিল্ডিং প্যাডও পরা ছিল না। সেই ঘটনা নজরে আসতেই সঙ্গে সঙ্গে সরফরাজের দিকে এগিয়ে যান রোহিত। জুনিয়রকে বকা দিয়ে একেবারে মুম্বইকরদের মতো বলেন, ‘এ ভাই হিরো নেহি বননে কা!’। অর্থাৎ বাংলায় তর্জমা করলে দাঁড়ায় ‘এই ভাই একদম হিরো হওয়ার চেষ্টা করবি না!’

অধিনায়কের বকা খেয়ে চুপ করে থাকেননি সরফরাজ। মাঠের বাইরে থাকা দলের সতীর্থদের দিকে ইশারা করেন। কিছুক্ষণ পরেই হেলমেট, অ্যাবডোমেন গার্ড নিয়ে ছুটে আসেন কোনা শ্রীকর ভারত। সেই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। এবার রোহিতের সেই ভাইরাল হয়ে যাওয়া ভিডিওকেই জনসচেতনতার জন্য ব্যবহার করল রাজ্য পুলিশ।

[আরও পড়ুন: সিরিজ জিতেও মেজাজ গরম! নাম না করে ‘অবাধ‌্য’ ঈশান-শ্রেয়সদের কড়া বার্তা রোহিতের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ