সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত বনাম আফগানিস্তান। কয়েক বছর আগে পর্যন্ত এ লড়াই হত একপেশে। বস্তুত এ পর্যন্ত ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে ভারতকে (Team India) হারাতে পারেনি আফগানরা। কিন্তু মহম্মদ নবি, রহমানুল্লাহ গুরবাজরা যে লড়তে শিখে গিয়েছেন, সেটা তাঁরা বুঝিয়ে গেলেন বুধবারের বেঙ্গালুরুতে। টি-২০ ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ উপহার দিয়ে গেল ভারত এবং আফগানিস্তান। আর সেই ম্যাচে তৈরি হয়ে গেল গুচ্ছ রেকর্ড।
কী সেই রেকর্ড?
১। টি-২০ ক্রিকেটের ইতিহাসে প্রথম জোড়া সুপার ওভার। ২০১৯ সালের পর এই একের বেশি সুপার ওভারের নিয়ম চালু করে আইসিসি (ICC)। তার পর এই প্রথম জোড়া সুপার ওভারের সাক্ষী থাকল আন্তর্জাতিক ক্রিকেট।
২। একমাত্র ব্যাটার হিসাবে টি-২০ ক্রিকেটে পাঁচটি সেঞ্চুরির মালিক হলেন রোহিত শর্মা (Rohit Sharma)।
৩। ভারত অধিনায়ক হিসাবে যৌথভাবে সবচেয়ে বেশি জয়ের মালিক হলেন রোহিত। তিনি অধিনায়ক হিসাবে জিতেছেন ৪২ ম্যাচ। ওই একই সংখ্যক ম্যাচ জিতেছেন মহেন্দ্র সিং ধোনিও।
৪। টি-২০ ক্রিকেটে এটাই রোহিতের সর্বোচ্চ স্কোর (১২১)। এর আগে তাঁর সর্বোচ্চ স্কোর ছিল (১১৮)
৫। এক ওভারে সর্বোচ্চ রান। আফগান ইনিংসের শেষ ওভারে রোহিত এবং রিঙ্কু নেন ৩৬ রান। যা আন্তর্জাতিক ক্রিকেটে এ পর্যন্ত এক ওভারে সর্বোচ্চ রান।
৬। টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ জুটি। আফগানদের বিরুদ্ধে পঞ্চম উইকেটের জুটিতে রোহিত এবং রিঙ্কু (Rinku Singh) তোলেন ১৯০ রান। এটাই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ পঞ্চম উইকেটের জুটি।
এছাড়াও ব্যাটার হিসাবে আরও একাধিক রেকর্ড ভেঙেছেন রোহিত এবং রিঙ্কু। বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক টি-২০-তে যেভাবে রোহিত ফর্মে ফিরে এলেন সেটা ভরসা দেবে ভারতকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.