Advertisement
Advertisement
Sunil Narine

সুনীলকে ওপেনিংয়ে এনেছেন গম্ভীর, রহস্য ফাঁস রিঙ্কুর

আইপিএলে বিধ্বংসী ফর্মে ক্যারিবিয়ান অলরাউন্ডার।

Gautam Gambhir has promoted Sunil Narine to open the innings

সুনীল নারিন। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:April 18, 2024 8:35 am
  • Updated:April 18, 2024 8:35 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থান রয়‌্যালসের কাছে হারতে হলেও সুনীল নারিনে (Sunil Narine) আচ্ছন্ন কেকেআর শিবির। শুধু কেকেআর কেন, রাজস্থান রয়‌্যালসের রভম‌্যান পাওয়েলও এতটাই মুগ্ধ নারিনকে নিয়ে যে, তিনি চেষ্টা করছেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নারিনকে জাতীয় দলে ফেরাতে।
বেশ কয়েক বছর আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন নারিন। কিন্তু এবার আইপিএলে যেরকম বিধ্বংসী ফর্মে রয়েছেন ক‌্যারিবিয়ান এই অলরাউন্ডার, তাতে পাওয়েলের মনে হয়েছে বিশ্বকাপে নারিনকে দরকার। তাই ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি অধিনায়ক পাওয়েল আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন নারিনকে রাজি করাতে। কেকেআরের বিরুদ্ধে দুরন্ত জয়ের পর সেটা বলেও দিয়েছেন তিনি। শোনা যায়, এই ব‌্যাপারটা নিয়ে যাঁরাই নারিনের সঙ্গে কথা বলতে গিয়েছেন, সবাইকে নাকি ‘ব্লক’ করে দেন নারিন! পাওয়েল অবশ‌্য আশাবাদী বিশ্বকাপের দল নির্বাচনের আগে নারিনকে রাজি করিয়ে ফেলার ব‌্যাপারে। 

[আরও পড়ুন: প্রয়াত অ্যাংরি র‌্যান্টম্যান, বাঙালি ইউটিউবারের মৃত্যুতে শোকাহত ক্রীড়াপ্রেমীরা]

কেকেআরের হয়ে এর আগেও ওপেন করতে নেমে অনেক বিধ্বংসী ইনিংস খেলেছিলেন নারিন। কিন্তু বেশিরভাগটাই ক‌্যাপ্টেন গৌতম গম্ভীরের জমানায়। গম্ভীর-পরবর্তী সময়ে কেকেআরে অনেক কিছু বদলে যায়। যেমন নারিনের কোনও স্থায়ী ব‌্যাটিং অর্ডার ছিল না। তাঁকে পরের দিকে নামানো হত। মেন্টর হিসাবে গম্ভীর ফেরার পরই ঠিক করে ফেলেন যে নারিনকে আবার পুরনো ব‌্যাটিং অর্ডারে ফিরিয়ে দেওয়া হবে। ম‌্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে এসে রিঙ্কু সিং সেই কথা বলেও যান। রিঙ্কু বলছিলেন, ‘‘এবার নারিন কীরকম ব‌্যাটিং করছে, সেটাই সবাই দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা ম‌্যাচেই রান করছে ও। ওকে ওপেন করতে পাঠানোর পরিকল্পনা সম্পূর্ণ গম্ভীরের।’’
এবারের আইপিএলে ব‌্যাটিংয়ে ছোটখাটো কিছু বদল এনেছেন নারিন। আগের মতো প্রতিটা বলেই আর চালাতে যাচ্ছেন না। বরং অনেক বেশি ধৈর্য নিয়ে ব‌্যাটিং করছেন। রিঙ্কু বলেন, ‘‘আমি একটা বদল লক্ষ‌্য করেছি। এখন অনেক বেশি ধৈর্য‌শীল ব‌্যাটিং করছে নারিন। আগে প্রতিটা বলেই ব‌্যাট চালাত। এখন আর সেটা করে না। বরং বল বুঝে ব‌্যাটিং করছে। অনেক বেশি ভাবনা-চিন্তা করছে।’’

Advertisement

[আরও পড়ুন: আহমেদাবাদে ব্যাটিং বিপর্যয়, দিল্লির কাছে অসহায় আত্মসমর্পণ গুজরাটের]

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ