Advertisement
Advertisement

এগিয়ে আসছে আইপিএলের নিলাম, সাড়ে ৫ কোটি টাকা নিয়ে নামছে কেকেআর

২৩ ডিসেম্বর আইপিএলের নিলাম।

Here's a look at the amount left in the purse of each team before going for an Auction | Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:November 14, 2022 12:35 pm
  • Updated:November 14, 2022 12:35 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ। মেগা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। কিন্ত টি-টোয়েন্টির দৌরাত্ম্য থামছে না। আগামী মরসুমের আইপিএলের জন্য নিলাম হবে। তবে তা বড় করে নয়। আগের বারের নিলামের পরেও টাকা বেঁচে রয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর হাতে। তার সঙ্গে আরও পাঁচ কোটি টাকা নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো নামবে নিলামে। ২৩ ডিসেম্বর হবে আইপিএলের নিলাম (IPL Auction)। 

আগের বারের নিলামের পরে পাঞ্জাব কিংসের (Punjab Kings) হাতে রয়েছে ৩.৪৫ কোটি টাকা। এর সঙ্গে আরও পাঁচ কোটি টাকা নিয়ে নিলামে নামতে পারবে পাঞ্জাব। অর্থাৎ নিলামের জন্য পাঞ্জাবের হাতে রয়েছে ৮.৪৫ কোটি টাকা।

Advertisement

 

[আরও পড়ুন: ‘লিও-র জন্যই খেলুক আর্জেন্টিনা’, বলছেন মেসির ক্লাব কোচ পোচেত্তিনো]

 

গতবারের নিলামের শেষে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হাতে রয়েছে ২.৯৫ কোটি টাকা। আরও পাঁচ কোটি টাকা নিয়ে নিলামে নামতে পারবে চেন্নাই। অর্থাৎ ৭.৯৫ কোটি টাকা হাতে নিয়ে নিলামে নামতে চলেছে চেন্নাই সুপার কিংস।

রয়যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) হাতে রয়েছে ১.৫৫ কোটি টাকা। গত বারের নিলামের শেষে আরসিবি-র হাতে রয়েছে ১.৫৫ কোটি টাকা। আরও পাঁচ কোটি টাকা এর সঙ্গে যোগ হলে হয় ৬.৫৫ কোটি টাকা। অর্থাৎ নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নামছে ৬.৫৫ কোটি টাকা নিয়ে।

গতবারের আইপিএল নিলামের শেষে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হাতে রয়েছে ৯৫ লাখ টাকা। এবার ৫.৯৫ কোটি টাকা নিয়ে নিলামে নামতে পারবে রাজস্থান রয়্যালস।

কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) আবার নামছে ৫.৪৫ কোটি টাকা নিয়ে। গতবারের নিলামের শেষে কেকেআরের হাতে রয়েছে ৪৫ লক্ষ। এবার তার সঙ্গে আরও ৫ কোটি টাকা নিয়ে নামবে কলকাতা নাইট রাইডার্স। অর্থাৎ কেকেআর-এর হাতে রয়েছে প্রায় সাড়ে ৫ কোটি।

গুজরাট টাইটান্স (Gujarat Titans) নামছে ৫.১৫ কোটি টাকা নিয়ে। গতবারের নিলামের পরে গুজরাটের হাতে রয়েছে ১৫ লক্ষ টাকা।

মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) আবার ৫.১০ কোটি টাকা হাতে নিয়ে নামছে আইপিএলে। আগের বারের নিলামের পরে মুম্বইয়ের হাতে রয়েছে ১০ লক্ষ টাকা।

সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) হাতে ৫.১০ কোটি টাকা। আগেরবারের নিলামের পরে সানরাইজার্স হায়দরাবাদের হাতে রয়েছে ১০ লক্ষ।

দিল্লি ক্যাপিটালসও (Delhi Capitals) ৫.১০ কোটি টাকা নিয়ে নিলামে নামছে। আগের বারের নিলামের শেষে তাদের হাতে রয়েছে ১০ লক্ষ।

লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) আবার ৫ কোটি টাকা নিয়ে নতুন মরশুমের নিলামে নামবে। গত বারের নিলামের পরে লখনউয়ের হাতে কোনও টাকা বেঁচে নেই। 

[আরও পড়ুন: ফ্রান্স সেমিফাইনালে না গেলে চাকরি যেতে পারে দেশঁর, উত্তরসূরি হয়তো জিদান]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement